মরক্কোর ভূমিকম্প পরবর্তী অনুসন্ধানে সহায়তা বাড়াচ্ছে স্পেন

জারাগোজা বিমান ঘাঁটিতে ইউ এম ই-র সদস্যরা সামরিক বিমানে উঠছে। ছবি - স্প্যানিশ মিলিটারি এমারজেন্সি ইউনিট, ১০ সেপ্টেম্বর ২০২৩।

মরক্কোর মারাকেশের দক্ষিণাঞ্চলে শুক্রবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে বেঁচে যাওয়াদের খুঁজে বের করতে আরও উদ্ধারকারী দল পাঠাচ্ছে স্পেন।

সোমবার রাতে স্পেন জানিয়েছে, তারা ৩১ জন বিশেষজ্ঞ, ১৫ টি অনুসন্ধান কুকুর এবং ১১ টি যানবাহনের সমন্বয়ে আরও একটি দল যুক্ত করছে।

মরক্কো সরকার সোমবার জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২ হাজার ৮৬২ জনে দাঁড়িয়েছে । আহত হয়েছেন আরও আড়াই হাজার মানুষ।

মরক্কোতে বসবাসরত শিল্পী কোমেনান এন'গেসান লিওন ভয়েস অফ আমেরিকাকে বলেন, ভূমিকম্পের পর থেকে আরও একটি ভূমিকম্পের আশঙ্কায় অনেকে বাইরে ঘুমাচ্ছেন।

মরক্কোতে বসবাসরত আইনজীবী ও উত্তর আফ্রিকার রাজনৈতিক বিশ্লেষক এলিজাবেথ মায়ার্স ভয়েস অফ আমেরিকাকে বলেন, ভূমিকম্পের ফলে গ্রামগুলো ধ্বসে পড়েছে। তাছাড়া ভূমিধসের কারণে অনেক এলাকায় যাওয়া বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে।

ঋতুগত আবহাওয়ার পরিবর্তনের কারণে আশ্রয় না পেয়ে লোকেরা যেসব ঝুঁকির মুখোমুখি হবে তাও তুলে ধরে মায়ার্স জানান, গরম গ্রীষ্মের পর এখন রাতে বেশ ঠান্ডা পড়তে শুরু করেছে। আসল বিপদ তখন শুরু হবে। দুইমাসের মধ্যে ঠাণ্ডা পড়তে শুরু করলে এই গৃহহীন লোকগুলোর মাথা গোঁজার কোন জায়গা থাকবে না।”

ইমানুয়েল ভিক্টোইর এনগাপেলা এবং ক্যারল ভ্যান ড্যাম এই প্রতিবেদন তৈরি করেছেন। এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এ এফপি এবং রয়টার্স থেকে নেয়া।