গ্রেফতার হয়েছেন ভারতের অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, হল না জামিন, ১৪ দিনের জেল হেফাজত

ভারতের অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। (ফাইল ছবি)

গত শুক্রবার ৮ অগাস্ট একটি সভায় ভাষণ দেওয়ার পর নিজের ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন ভারতের দক্ষিণের রাজ্য অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সে সময়ে সেখানেই গ্রেফতারি পরোয়ানা হাতে উপস্থিত হন তদন্তকারী অফিসাররা। জানা গেছে, সারা রাত প্রচুর বাক্যবিনিময়ের পর ভোর ৬টা নাগাদ তুমুল নাটকীয়তার মধ্যে গ্রেফতার করা হয় চন্দ্রবাবু নাইডুকে। সংবাদ সূত্রের খবর, শুধু তাকেই নয়, পাশাপাশি, তার পুত্র নারা লোকেশকেও পূর্ব গোদাবরী জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, অসততা, অসাধু উপায়ে সম্পত্তি বিতরণ সহ একাধিক অভিযোগ ছিল।

এরপরই রবিবার ১০ অগাস্ট সকালে বিজয়ওয়াড়ার দুর্নীতি বিরোধী আদালতে পেশ করা হয় চন্দ্রবাবু নাইডুকে।

কিন্তু জামিন পেলেন না অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিজয়ওয়াড়ার দুর্নীতি বিরোধী আদালত ১৪ দিনের জেল হেফাজতের রায় ঘোষণা করে রবিবার সন্ধ্যায়। এর ফলে ১৪ দিন জেলেই কাটাতে হবে চন্দ্রবাবু নাইডুকে। জানা গেছে, সোমবার ১১ অগাস্ট ভারতীয় সময় সকালে আদালত চত্বর থেকেই প্রথমে বিজয়ওয়াড়ার এসআইটি-র অফিসে নিয়ে যাওয়া হয় তাকে। সেখান থেকেই সরাসরি বিজয়মুন্দ্রির জেলে পাঠানো হবে চন্দ্রবাবুকে।

জানা গেছে, ইতিমধ্যেই চন্দ্রবাবু নাইডুর এই গ্রেফতারিকে ঘিরে তার তেলুগু দেশম পার্টির সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন অন্ধ্রের বিভিন্ন জায়গায়। শনিবার ৯ অগাস্টও গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় সমর্থকদের বিক্ষোভ। সেই কারণেই শনিবার কাকভোরে চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতার করা হলেও তাকে হেফাজতে নিতে বেশ খানিকটা সময় লেগে যায় পুলিশের। নান্দিয়াল থেকে তাকে বিজয়ওয়াড়ায় স্থানান্তরিত করা হয়। সেখানেই শনিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ পর্ব।

প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতার করা হতে পারে এই আশঙ্কার কথা তিনি নিজেই অনেক বার জানিয়েছেন। গত মাসেই খুনের চেষ্টা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় তার বিরুদ্ধে এফআইআর করেছিল অন্ধ্র পুলিশ। চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির ঠিক আগের দিন অর্থাৎ শুক্রবার অন্ধ্র প্রদেশের সমাজকল্যাণ মন্ত্রী মেরুগা নাগার্জুন জনসাধারণের টাকা নয়ছয়ের অভিযোগে তাকে গ্রেফতারির দাবি জানিয়েছিলেন।