সম্ভাব্য হস্তক্ষেপের লক্ষ্যে সেনা মোতায়েন করেছে ফ্রান্স, অভিযোগ নিজার জান্তার

নিজার থেকে ফরাসি সেনাবাহিনীর প্রস্থানের দাবিতে নিয়ামেতে একটি ফরাসি এবং নিজার বিমানঘাঁটির বাইরে জাতীয় পতাকা প্রদর্শন করে প্রতিবাদ করে নিজারের ন্যাশনাল কনসিল ফর দ্য সেফগার্ড অফ দ্য হোমল্যান্ডের সমর্থকরা। ৯ সেপ্টেম্বর, ২০২৩।

পশ্চিম আফ্রিকার আঞ্চলিক জোট ইকোওয়াসের সাথে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের প্রস্তুতির অংশ হিসাবে, পশ্চিম আফ্রিকার বেশ কয়েকটি দেশে ফ্রান্স সৈন্য মোতায়েন করেছে বোলে রবিবার অভিযোগ করেছে নিজারের জান্তা।

রবিবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে পঠিত এক বিবৃতিতে জান্তা তাদের ভূখণ্ড থেকে ফরাসি সৈন্যদের অবিলম্বে প্রত্যাহার করার জন্য আবার আহ্বান জানিয়েছে। গত ২৬শে জুলাই প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করার পর থেকে, দেশটির সাথে এক সময়ের মিত্রদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে "ফ্রান্সের এই আক্রমনাত্মক, গোপনীয় এবং অবজ্ঞাপূর্ণ মনোভাবের পরিণতি প্রত্যক্ষ করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক মতামতের প্রতি আবেদন জানানো হয়েছে।"

প্যারিস জান্তাকে অবৈধ ঘোষণা করার পর থেকে, নিজার এবং এর সাবেক উপনিবেশকারী ফ্রান্সের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

জান্তার সর্বশেষ মন্তব্য সম্পর্কে জানতে চাইলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, "আমরা অভ্যুত্থানকারীদের বক্তব্যের কোনো বৈধতা স্বীকার করি না।"

নিজারে মোতায়েনকৃত প্রায় ১,৫০০ ফরাসি সৈন্যের বিষয়ে ম্যাক্রোঁ বলেছেন, তাদের মোতায়েনের বিষয়ে যে কোনও সিদ্ধান্ত শুধুমাত্র বাজুমের সাথে সমন্বয় করেই নেওয়া হবে।

ভারতে জি-২০ নেতাদের দুই দিনের শীর্ষ সম্মেলনের সমাপ্তিতে এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেছেন, "যদি আমরা কখনও পুনরায় সেনা মোতায়েন করিও... শুধুমাত্র প্রেসিডেন্ট বাজুমের অনুরোধেই তা করব।"

তবে, গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য শেষ পদক্ষেপ হিসেবে, বল প্রয়োগের আঞ্চলিক প্রস্তাবের অংশ হিসেবে ফ্রান্স পশ্চিম আফ্রিকার অন্যত্র সেনা মোতায়েন করছে- এমন অভিযোগের বিষয়ে তিনি সরাসরি কোনো উত্তর দেননি।

পশ্চিম আফ্রিকার প্রধান আঞ্চলিক ব্লক ইকোওয়াস নিজারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের জন্য একটি তথাকথিত স্ট্যান্ডবাই বাহিনী সক্রিয় রেখেছে, পাশাপাশি কূটনৈতিক সমাধানের জন্য আলোচনাও চলছে।