স্থানীয় পর্যায়ে কর আদায় উৎসাহিত করুন: সিটি কাউন্সিলরদের প্রতি তাজুল ইসলাম

বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম

বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, “পৃথিবীর সব উন্নত দেশের উন্নয়নের ইতিহাস পরিবর্তিত হয়েছে জনপ্রতিনিধিদের মাধ্যমে।” শনিবার (৯ সেপ্টেম্বর) ঢাকায়, সিটি করপোরেশনের কাউন্সিলরদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে রাজস্ব আদায় উৎসাহিত করার জন্য আহবান জানান তাজুল ইসলাম।

তাজুল ইসলাম বলেন, “জনপ্রতিনিধিরা যদি দক্ষ হয়, সেই দক্ষতার ছোঁয়া জনগণের জীবনে প্রভাব ফেলে। মানুষের কল্যাণে জনপ্রতিনিধিরা দৃঢ়প্রতিজ্ঞ থাকলে জনগণের ভাগ্যের আমূল পরিবর্তন সম্ভব।”

স্থানীয় সমস্যা সমাধানের জন্য জনগণের উদ্ভাবনী শক্তির ওপর গুরুত্ব আরোপ করেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, আপনারা, কাউন্সিলররা, আপনাদের এলাকার মানুষ ও তাদের সমস্যা সম্পর্কে বিস্তারিত জানবেন। সেই সমস্যার সমাধান উদ্ভাবনের মাধ্যমে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। স্থানীয় মানুষ সুযোগ পেলে অনেক কঠিন সমস্যার সহজ সমাধান বের করা সম্ভব।”

তাজুল ইসলাম এ সময় স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে রাজস্ব আদায়ের ওপর গুরুত্ব আরোপ করেন। বলেন, “মানুষ যদি তাদের প্রদত্ত করের টাকায় বিভিন্ন নাগরিক সুবিধা ভোগ করে, তাহলে কর প্রদানে উৎসাহিত হয়। এক্ষেত্রে স্থানীয় কাউন্সিলরদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ রয়েছে।”

মানুষের অপার শক্তির ওপর বিশ্বাস রাখার আহ্বান জানান স্থানীয় সরকারমন্ত্রী। তিনি উল্লেখ করেন ছোট ও জনবহুল বাংলাদেশের প্রধান শক্তি হচ্ছে এর মানবসম্পদ। জনগণের ইচ্ছায় এবং জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে গণতন্ত্র বলে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, “তবে জনপ্রতিনিধিদেরও বিভিন্ন বিষয়ে জানার দরকার রয়েছে।”