বিদ্রোহ থামলেও সিরিয়ার পূর্বাঞ্চলে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে যুক্তরাষ্ট্র-সমর্থিত বাহিনী

সিরিয়ার দেইর এল-জোরের পূর্ব পাশে অবস্থিত গ্রামীণ শহর আল-সাভায় একটি সাঁজোয়া যানের পাশে দাঁড়িয়ে আছেন যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্স-এর এক যোদ্ধা; ৪ সেপ্টেম্বর ২০২৩।

কুর্দি নেতৃত্বাধীন সিরীয় বাহিনী, সিরিয়ার পূর্বাঞ্চলে তাদের স্থানীয় সহযোগীদের বিদ্রোহের প্রচেষ্টা দমনে এক সপ্তাহব্যাপী অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে। তবে, বিশ্লেষকরা বলেছেন, আরব সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সমর্থন-পুষ্ট গোষ্ঠীটি এখনো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করছে।

সিরীয় ডেমোক্রেটিক বাহিনী বা এসডিএফ বুধবার বলেছে, তারা পূর্বাঞ্চলীয় দেইর এল-জোর প্রদেশে তাদের সামরিক অভিযান শেষ করেছে। তবে, এই অস্থির অঞ্চলের একটি অশান্ত শহরে চূড়ান্ত অভিযান এখনো অব্যাহত আছে।

সরেজমিনে গবেষণা পরিচালনাকারী, ব্রিটেন-ভিত্তিক মানবাধিকার সংগঠন, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বৃহস্পতিবার বলেছে, এসডিএফ এবং এর সাবেক মিত্র মিলিশিয়া বাহিনীর সদস্যদের মধ্যে লড়াইয়ে কমপক্ষে ৯০ জন নিহত হয়েছেন।

এসডিএফ এবং তাদের মিত্র আরব নেতৃত্বাধীন দেইর এল-জোর মিলিটারি কাউন্সিল এর মধ্যে গত সপ্তাহে সংঘর্ষ শুরু হয়। এসডিএফ, দেইর এল-জোর মিলিটারি কাউন্সিল এর কমান্ডার আহমেদ আল-খুবাইল-কে, তার পদ থেকে অপসারন করার পর এই সংঘর্ষ শুরু হয়। আহমেদ আল-খুবাইল, আবু খাওলা নামে বিশেষ পরিচিত। এসডিএ আবু খাওলা এবং আরো কয়েকজন স্থানীয় নেতার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড ও দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ করে। পাশাপাশি, সিরীয় সরকার ও ইরানী মদতপুষ্ট আধা সামরিক বাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ করা হয়।

এসডিএফ হলো কুর্দি নেতৃত্বাধীন একটি সামরিক জোট। ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে এরা যুক্তরাষ্ট্রের বড় সহযোগী ছিলো। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক জোট সমর্থিত এসডিএফ এই অঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করে। এলাকাটি আগে আইএসের নিয়ন্ত্রণাধীন ছিলো। এই জঙ্গি গোষ্ঠী আইএসআইএস বা দায়েশ নামেও পরিচিত।

গত সপ্তাহের সংঘর্ষ শুরু হলে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কম্বাইন্ড জয়েন্ট টাস্ক ফোর্স-অপারেশন ইনহেরেন্ট রিজলভ বা সিজেটিএফ-ওআইআর, অবিলম্বে সহিংসতা বন্ধ করার আহ্বান জানায়।