জি-২০ সামিট উপলক্ষে ভারতে রাষ্ট্রপ্রধানদের সমারোহ, ১৫ জনের সঙ্গে বৈঠক হবে প্রধানমন্ত্রীর

জি-২০ সামিট উপলক্ষে ভারতে রাষ্ট্রপ্রধানদের সমারোহ, ১৫ জনের সঙ্গে বৈঠক হবে প্রধানমন্ত্রীর

জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলনে যোগ দিতে সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানেরা বৃহস্পতিবার ৭ অগাস্ট থেকে আসতে ভারতে শুরু করেছেন। শুক্রবার ৮ অগাস্ট সকালেও পৌঁছেছেন ও পৌঁছাচ্ছেন বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। এই তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শেষ মুহূর্তে দিল্লি সফর বাতিল করেছেন স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ। তিনি করোনা আক্রান্ত বলে শুক্রবার সকালে জানানো হয়।

জি-২০-র সম্মেলন শনি ও রবিবার, যথাক্রমে ৯ ও ১০ অগাস্ট। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চরম ব্যস্ততা শুরু হয়েছে শুক্রবার থেকেই। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ১৫টি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন তিনি। কূটনৈতিক সূত্রের খবর, আরও কয়েকটি দেশের তরফে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল। ভারতের কেন্দ্র সরকারের তরফেও আপত্তি ছিল না। কিন্তু সময় বের করা যায়নি। অবশ্য, বিদেশি রাষ্ট্রপ্রধানদের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক সাক্ষাতের আর্জিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।

শুক্রবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ কুমার জুগনথ। এদিনই দ্বিতীয় বৈঠকটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। বৈঠক থেকেই দুই প্রধানমন্ত্রীর কয়েকটি প্রকল্পের যৌথভাবে উদ্বোধন করার কথা। শুক্রবার প্রধানমন্ত্রীর তৃতীয় বৈঠক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। দুই রাষ্ট্রপ্রধান বৈঠকের পর এক সঙ্গে নৈশভোজ করবেন।

শনিবার সকাল থেকে প্রধানমন্ত্রী ব্যস্ত থাকবেন জি-২০ সম্মেলন নিয়ে। তার মধ্যেই যুক্তরাজ্য, জাপান, ইতালি ও জার্মানির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মধ্যাহ্নভোজ করার কথা ভারতের প্রধানমন্ত্রীর। তার আগে দু’জনের মধ্য বৈঠক হবে। রবিবার প্রধানমন্ত্রী মোদীর বৈঠক করার কথা কানাডা, তুর্কিয়ে, সংযুক্ত আরব আমিরশাহী, দক্ষিণ কোরিয়া, নাইজেরিয়া, ব্রাজিলের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে।