জি-২০ সামিট: ভারতের রাষ্ট্রপতির নিমন্ত্রণপত্রে লেখা ‘প্রেসিডেন্ট অফ ভারত’, দেশের নাম নিয়ে নতুন জল্পনা

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

ভারতে বিজেপি বিরোধী ২৮ দলের জোটের ‘ইন্ডিয়া’ নাম নিয়ে দেশে শুরু থেকেই কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি বিতর্ক শুরু করেছে। এই বিতর্কের মাঝেই দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাঠানো নিমন্ত্রণপত্রে পরিচয় হিসাবে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ জোটভুক্ত দেশগুলির শীর্ষ বৈঠক। ৯ তারিখ রাষ্ট্রপতি মুর্মু বিদেশি রাষ্ট্রপ্রধান এবং দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নৈশভোজে নিমন্ত্রণ করেছেন। নিমন্ত্রণপত্র গিয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’-এর তরফে।

রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, এই প্রথম কোনও সরকারি চিঠিতে প্রেসিডেন্ট অফ ভারত কথাটি লেখা হল। রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর নিজেকে প্রাইম মিনিস্টার অফ ভারত বলে পরিচয় দেবেন কি না তা নিয়ে। প্রশ্ন উঠেছে কেন্দ্র সরকার দেশের নাম হিসাবে ‘ইন্ডিয়া’ শব্দটি বাদ দিতে চাইছেন কি না, তা নিয়েও।

দু’দিন আগেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত দাবি তোলেন, দেশে সরকারি কাজে ইন্ডিয়া শব্দটির প্রয়োগ বন্ধ হওয়া দরকার। আস্তে আস্তে সকলেরই শুধু ভারত শব্দটি ব্যবহার করা উচিত। তাকে সমর্থন করতে গিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ হরনাথ সিং যাদব মন্তব্য করেন, সংবিধান সংশোধন করে ইন্ডিয়া নামটি বাদ দেওয়া দরকার। কারণ ইন্ডিয়া আসলে ব্রিটিশদের ভারতীয়দের উদ্দেশে দেওয়া গালাগাল। অন্যদিকে, ভারত শব্দটির মধ্যে দেশের সংস্কৃতিকে ধরা আছে।

দেশের নাম নিয়ে আচমকা এই আলোচনার মাঝে রাষ্ট্রপতি মুর্মু ‘প্রেসিডেন্ট অফ ভারত’ কথাটি ব্যবহার করায় বিজেপি শিবির উল্লসিত। অন্যদিকে, কংগ্রেস এই ব্যাপারে আপত্তি তুলেছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ রাষ্ট্রপতি ভবনের চিঠির উল্লেখ করে বলেন, "খবরটি সত্য। রাষ্ট্রপতির পরিচয় হিসাবে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র পরিবর্তে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ লেখা হয়েছে। তার মানে এখন সংবিধানের এক নম্বর অনুচ্ছেদে দেশের নামকে - 'ভারত, যা ইন্ডিয়া ছিল’ - এই ভাবে পড়তে হবে।"

প্রসঙ্গত, ভারতের সংবিধানের প্রথম ভাগের শুরুতেই নাম এবং দেশের সীমানার উল্লেখ রয়েছে। দেশের নাম ‘ইন্ডিয়া দ্যাট ইজ ভারত’ বলে উল্লেখ করা হয়েছে সেখানে। ফলে সরকারিভাবেই দেশের দুটি নাম সংবিধান-প্রণেতারা গ্রহণ করেছিলেন।