আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছয় মাস অবস্থান করার পর সোমবার ভোরে পৃথিবীতে ফিরে আসেন চার নভোচারী।
তাদের স্পেসএক্স ক্যাপসুলটি প্যারাসুটের মাধ্যমে ফ্লোরিডা উপকূলের কাছে আটলান্টিকে অবতরণ করে।
ফিরে এসেছেন নাসা মহাকাশচারী স্টিফেন বোয়েন এবং ওয়ারেন “উডি” হোবার্গ, রাশিয়ার আন্দ্রেই ফেদিয়েভ এবং সংযুক্ত আরব আমিরাতের সুলতান আল-নিয়াদি। আল-নিয়াদি আরব বিশ্বের প্রথম ব্যক্তি যিনি কক্ষপথে এত দীর্ঘ সময় কাটান।
মহাকাশ স্টেশন ত্যাগ করার আগে তারা বলেছিল, মার্চে সেখানে যাওয়ার পর থেকে তারা উষ্ণ জলে স্নান, ধোঁয়া ওঠা কফির কাপ আর সমুদ্রের বাতাস মিস করছিল। অবতরণের স্থানে প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের পৃথিবীতে প্রত্যাবর্তন একদিন বিলম্বিত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জ্যাকসনভিলের কাছে অবতরণের স্থানের দিকে কেপ ক্যানাভেরালের আকাশে মধ্যরাতে একটি দর্শনীয় প্রদর্শনীর অবতারণা ঘটে।
নভোচারীরা বলেন, ফিরে আসাটা অবিশ্বাস্য ছিল।
আরেকবার নভোচারী বদল হবে এই মাসের শেষের দিকে। দুজন রুশ এবং একজন আমেরিকানের পৃথিবীতে দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটবে। তারা সেখানে পুরো এক বছর ধরে আছেন। সয়ুজ ক্যাপসুলের কুল্যান্ট লিক করার পরে তাদের মহাকাশ স্টেশনে অবস্থানের সময় দ্বিগুণ করা হয়।