লিব্রেভিলের ঘটনা প্রবাহগুলিকে "খুব, খুব ঘনিষ্ঠভাবে" অনুসরণ করছে ওয়াশিংটন। পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবনের সামরিক কর্মকর্তারা অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে দেশটি শাসন করা পরিবারের হাত থেকে ক্ষমতা দখল করার কয়েক ঘন্টা পর, বুধবার হোয়াইট হাউজ একথা জানিয়েছে।
সংবাদদাতাদের সাথে এক ভার্চুয়াল ব্রিফিংয়ের সময় জাতীয় সুরক্ষা কাউন্সিলের কৌশলগত যোগাযোগ বিষয়ক পরিচালক জন কার্বি বলেছেন, " এই সমস্ত ঘটনা এক রাতেই উন্মোচিত হয়েছে।"
সাম্প্রতিক নির্বাচনে বিজয়ী নিশ্চিত হওয়ার কয়েক ঘণ্টা পর, গ্যাবনের দীর্ঘদিনের প্রেসিডেন্ট আলি বঙ্গো ওন্ডিম্বা তার গৃহবন্দিত্বের বিষয়টি নিশ্চিত করে একটি ভিডিও প্রকাশ করেছেন। ওই নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে বলে, পর্যবেক্ষকরা অভিযোগ করেছেন।
২০০৯ সালে তার পিতার মৃত্যুর পরে দেশটির দায়িত্বভার গ্রহণ করেন বঙ্গো এবং ২০১৯ সালে একটি অভ্যুত্থান প্রচেষ্টার সম্মুখীন হন তিনি। ১৯৬৭ সাল থেকে বঙ্গো পরিবার সাবেক ফরাসি উপনিবেশটির নেতৃত্ব দিয়ে আসছে। অধিকার গোষ্ঠীগুলির অভিযোগ, তারা সম্পদে সমৃদ্ধ দেশটিতে ফুলে ফেঁপে ধনী হয়ে উঠেছে। পক্ষান্তরে, ব্যাপক বেকারত্বের মধ্যে বেঁচে থাকা দেশটির নাগরিকদের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে।
২০২০ সাল থেকে, সামরিক কর্মকর্তারা সুদান, মালি, চাদ, গিনি, বুর্কিনা ফাসো এবং নিজারে শাসন ব্যবস্থার পতন ঘটিয়েছেন।
ব্রুকিংস ইনস্টিটিউশনের বিশ্লেষক ভান্ডা ফেলবাব-ব্রাউন বুধবার বলেছেন, ঘটনাগুলি "পুরোদমে সংক্রামক প্রভাব" হিসেবে চিত্রিত হয়েছে এবং তিনি রাষ্ট্র ক্ষমতা দখলকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং পশ্চিম আফ্রিকার দেশগুলির অর্থনৈতিক সম্প্রদায়ের জন্য "আরেকটি বড় ধাক্কা" হিসাবে বর্ণনা করেছেন।
আর ওয়াশিংটন ভিত্তিক থিংক থ্যাঙ্ক, কাউন্সিল অন ফরেন রিলেশনস পরিচালিত আফ্রিকা ইন ট্রানজিশন ব্লগে, বিশ্লেষক এবেনেজার ওবদারে এই অঞ্চলের একটি উদ্বেগজনক প্রবণতার দিকে ইঙ্গিত করেছেন।
জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড বলেছেন, বিশ্ব সংস্থাটি কোন রকম পদক্ষেপ নেয়ার আগে, তথ্য সংগ্রহের চেষ্টা করছে। গ্যাবন বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য।
তিনি বলেন, "যতক্ষণ না বুঝতে পারি যে সেখানে আসলে ঠিক কী ঘটছে, আমরা কোনও ধরনের পদক্ষেপ নেবো না। তবে, এটা আমি স্পষ্টভাবে বলতে চাই: আমরা সামরিক বাহিনীর দ্বারা বলপ্রয়োগ করে ক্ষমতা দখলের যে কোনো প্রচেষ্টার নিন্দা জানাই।"
এই প্রতিবেদনটি তৈরি করতে সাহায্য করেছেন, ভিওএ জাতিসংঘের প্রতিনিধি মার্গারেট বেশির।