চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণের কয়েক ঘণ্টা পর থেকেই সেখানে নিজের কাজ শুরু করে দিয়েছে ভারতের চন্দ্রযান ৩-এর রোভার প্রজ্ঞান। ইতিমধ্যেই ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র কাছে সে খবর পাঠিয়ে দিল যে, চাঁদের দক্ষিণ মেরুতে সালফারের সন্ধান পাওয়া গিয়েছে। এরপরই ইসরো অফিশিয়ালি এই তথ্য প্রকাশ করে।
শুধু সালফার না, লোহা, ক্যালসিয়াম, সিলিকন, ম্যাগনেশিয়াম, অক্সিজেন-সহ আরও অনেক ধাতু ও খনিজ পদার্থের খোঁজ পেয়েছে প্রজ্ঞান। দক্ষিণ মেরু থেকে পাওয়া এই তথ্যগুলি যে ভবিষ্যতে সত্যিই চাঁদকে নতুন করে বুঝতে সাহায্য করবে।
গত বুধবার, ২৩ অগাস্ট ভারতীয় সময় ৬টা বেজে ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল ল্যান্ডার বিক্রম। চাঁদে তখন সবে ভোর হচ্ছে। এরপর ২৪ অগাস্ট ভোরে বিক্রম থেকে বেরিয়ে এসেছিল রোভার প্রজ্ঞান। তখন থেকেই চাঁদের মাটিতে অনুসন্ধান চালাচ্ছে প্রজ্ঞান।
সেখান থেকে তথ্য আসছে ল্যান্ডার বিক্রমে এবং তা সরাসরি পৌঁছে যাচ্ছে ইসরো-র কাছে।
এদিন তেমনই সালফার-সহ নানারকম খনিজের সন্ধান পাওয়া গিয়েছে। আপাতত চাঁদে হাইড্রোজেনের খোঁজ চালাচ্ছে প্রজ্ঞান। ইসরো-র বিজ্ঞানীরা আশাবাদী, প্রজ্ঞান মারফত যা যা তথ্য পাওয়া যাবে, তা ভবিষ্যতে চাঁদ নিয়ে অনেক রহস্য উদঘাটনেই সাহায্য করবে।