গুমের শিকার ব্যক্তিদের স্মরণে বুধবার কর্মসূচি পালন করবে বিএনপি

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে বুধবার কর্মসূচি পালন করবে বিএনপি

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার (৩০ আগস্ট) সারাদেশে কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কর্মসূচি পালনকালে, মুখে কালো কাপড় বেঁধে মিছিল বের করবে বিএনপি নেতা-কর্মীর।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার (২৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “সব মহানগর ও জেলা শহরে এ কর্মসূচি পালন করা হবে।”

বুধবার বিকাল ৩টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা মিছিল বের করা হবে। দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এ কর্মসূচির উদ্বোধন করবেন।

রিজভী দাবি করেছেন, বাংলাদেশে ইতোমধ্যে জনপ্রতিনিধি, তরুণ, শিক্ষার্থী, সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ ৬ শতাধিক মানুষ গুমের শিকার হয়েছেন। তিনি বলেন, “জোরপূর্বক গুমের শিকার প্রায় ১০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অনেককে অনেকদিন পর গ্রেপ্তার দেখানো হয়েছে।”

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “জোরপূর্বক গুমের শিকার অনেক মানুষ, যাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়েছে বলে দাবি করা হয়েছে, তাদের এখনো খুঁজে পাওয়া যায়নি।” তিনি, জোরপূর্বক গুমের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ভুক্তভোগী পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রুহুল কবির রিজভী বলেন, “আমরা গুমের শিকার ব্যক্তিদের অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জানাচ্ছি।”

গুম-এর অপরাধ সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন করা হয়।