স্বপ্ন পূরণ হল ভারতের। স্বপ্ন পূরণ করলেন ভারতের অলিম্পিক সোনাজয়ী তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন তিনি। হাঙ্গেরির বুদাপেস্টে রবিবার ২৭ অগাস্ট ৮৮.১৭ মিটার ছুঁড়ে সোনা জিতে নেন নীরজ। দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের আরশাদ নাদিম।
এর আগে নীরজ চোপড়া অলিম্পিক্স, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন। গত বিশ্ব মিটে নীরজ রুপো পেয়েছিলেন। কিন্তু এবার তিনি নিজের অ্যাথলিট জীবনের বৃত্ত সম্পূর্ণ করলেন।
নীরজ যেভাবে এবার ডায়মন্ড লিগ থেকে শুরু করে চলতি বিশ্ব মিটে পারফরম্যান্স দেখিয়েছেন, সোনা আসবেই, ক্রীড়া বিশেষজ্ঞরা সকলেই তেমন আশা করেছিলেন।
নীরজ তার দ্বিতীয় প্রচেষ্টায় সেরা থ্রো করেছেন। সেটাই তাকে সোনা এনে দিয়েছে। ওই সময় পাকিস্তানের নাদিম থ্রো করেছিলেন ৮৭.৮২ মিটার। জার্মানির জুলিয়ান ওয়েবার-এর সেরা থ্রো ছিল ৮৫.৭৯ মিটার।
নীরজ ফাইনালে উঠেছিলেন ৮৮.৭৭ মিটার থ্রো করে। এদিন তিনি সেরা সময় না করতে পারলেও বাকিদের পারফরম্যান্স তার সমান না হওয়ায় সোনা পেতে অসুবিধে হয়নি। নীরজ অবশ্য রবিবার ফাইনালে প্রথম থ্রো-টিতে ফাউল করেছিলেন। কিন্তু দ্বিতীয় থ্রোয়ে বাজিমাত করতেই বাকিদের থেকে অনেকটা এগিয়ে গিয়েছেন।
উল্লেখ্য, জ্যাভলিন-এর ফাইনালে মোট তিন জন ভারতীয় ছিলেন। নীরজ ছাড়াও ছিলেন কিশোর জেনা এবং ডিপি মনু। ফাইনালে তারা শেষ করলেন পঞ্চম এবং ষষ্ঠ স্থানে। ফাইনালে প্রথম তিনটি থ্রোয়ের পর সেরা আট জনকে বেছে নেওয়া হয়।
এই প্রথম বিশ্ব মিটে কোনও ভারতীয় অ্যাথলিট সোনা পেলেন। এর আগেরবার নীরজই পেয়েছিলেন রুপো। আর একটা সময় অঞ্জু ববি জর্জ পান লঙ জাম্পে ব্রোঞ্জ। কিন্তু 'সোনার ছেলে' দেখালেন তিনি যেমন অলিম্পিক্সেও সেরা হতে পারেন, তেমনি বিশ্ব মিটেও ভারতের নাম উজ্জ্বল করতে পারেন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় জাতীয় পতাকা জড়িয়ে তার পদক হাতে ছবি।
বুদাপেস্টের পোডিয়ামে নীরজের গলায় সোনার পদক উঠতেই বেজে উঠল জনগনমন…।