ভূমধ্যসাগর থেকে ৪৩৮ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে জাহাজ ওশান ভাইকিং

ইতালির সিভিটাসেচ্চিয়া বন্দরে নোঙর করে আছে বেসরকারি সংস্থা এসওএস মেডিটেরনি পরিচালিত উদ্ধারকারী জাহাজ দ্য ওশান ভাইকিং; ১৪ জুলাই ২০২৩।

গত দুই দিনে ভূমধ্যসাগরে সংকটাপন্ন ৪৩৮ জন অভিবাসন প্রত্যাশীর জীবন রক্ষা করেছে উদ্ধারকারী জাহাজ ওশান ভাইকিং। শুক্রবার এ কথা জানিয়েছে বেসরকারি সংস্থা এসওএস মেডিটেরানি। লিবিয়া ও তিউনিসিয়ার উপকূলে আন্তর্জাতিক জলসীমায় এই উদ্ধার কাজ চালানো হয়েছে বলে জানিয়েছে ফ্রান্স ভিত্তিক এই এনজিও।

শুক্রবার দিনের শুরুতে এনজিও সংস্থাটি জানায়, তারা বৃহস্পতিবার মধ্য ভূমধ্যসাগরে ভাসমান তিনটি নৌকা থেকে ২৩টি ভিন্ন ভিন্ন দেশের ২৭২ জনকে উদ্ধার করেছে।এই সমুদ্র পথটি অভিবাসন প্রত্যাশীদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পথ।

মার্সেই ভিত্তিক সংস্থাটি জানিয়েছে, ফরাসি ভূমধ্য সাগর থেকে উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে ৩২ জন অভিভাকহীন অপ্রাপ্তবয়স্ক, নয় জন শিশু এবং পাঁচজন প্রতিবন্ধী রয়েছে। শুক্রবার শেষ বেলায় তারা জানায়, বিপদে পড়া কয়েকটি নৌকাকে সাহায্য করতে গিয়ে তারা আরো ১৩৬ জনকে উদ্ধার করেছে।

তিউনিসিয়া ও ল্যাম্পেদুসার মধ্যবর্তী, অনুসন্ধান ও উদ্ধার এলাকায় ইতালীয় উপকূলরক্ষী বাহিনীর সহায়তায় নৌকা-যাত্রীদের তীরে নিয়ে আসা হয়।মোট ৪৩৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানায় বেসরকারি সংস্থা এসওএস মেডিটেরানি ।

জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের তথ্য অনুযায়ী, চলতি বছর ভূমধ্যসাগরের মধ্যাঞ্চল পাড়ি দিতে গিয়ে অন্তত ২০১৩ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। ২০২২ সালের তুলনায় এই সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেশি। গত বছর নিহত বা নিখোঁজ ব্যক্তির সংখ্যা ছিলো ১৪১৭ জন।