সুপার মডেল বেলা হাদিদের মন্তব্যে মন্ত্রীর তীর্যক সমালোচনা

ফাইলঃ বেলা হাদিদ ২০২২ সালের ১৭ অক্টোবর, নিউ ইয়র্কের গ্লাসহাউসে ১৬তম বার্ষিক গোল্ডেন হার্ট অ্যাওয়ার্ডসে যোগ দেন।

সুপার মডেল বেলা হাদিদ ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রীর টেলিভিশনে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অধিকৃত পশ্চিম তটে ফিলিস্তিনিদের নিয়ে যে সাম্প্রতিক মন্তব্য করেছেন তার সমালোচনা করেন। তবে শুক্রবার নিরাপত্তা মন্ত্রী হাদিদের তীব্র সমালোচনা করেছেন।

অধিকৃত ভূখণ্ডে ইসরাইলীদের বিরুদ্ধে দুটি প্রাণঘাতী ফিলিস্তিনি হামলার পর চলতি সপ্তাহের শুরুতে ইসরাইলের টিভি চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন-গেভের যুক্তি দিয়েছিলেন যে ইহুদি বসতি স্থাপনকারী হিসাবে সেখানে স্বাধীনভাবে তার চলাচলের অধিকার ফিলিস্তিনিদের অধিকারের চেয়ে বেশি।

বেন-গেভের বুধবার টেলিভিশনে বাইবেলে উল্লেখিত পশ্চিম তটের নাম ব্যবহার করে বলেন, “আরবদেরস্বাধীনভাবে চলাচলের চেয়ে আমার অধিকার, আমার স্ত্রী এবং আমার সন্তান জুডিয়ে ও সামারিয়ার ঘুরে বেড়ানোর অধিকার বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন,“স্বাধীনভাবে চলাচলের অধিকারের আগে আসে জীবনের অধিকার।

ফিলিস্তিনি পিতার কন্যা বিশ্ববিখ্যাত সুপার মডেল এবং সোশ্যাল মিডিয়ায় প্রভাব সৃষ্টিকারী হাদিদ, বৃহস্পতিবার ইনস্টাগ্রামে তার ৫৯.৫ মিলিয়ন অনুসারীদের সাথে বেন-গেভেরের দেওয়া সাক্ষাত্কারের একটি অংশ শেয়ার করে লিখেছেন: “বিশেষত ২০২৩ সালে কোনও স্থানে, কোনও সময়েই একটি জীবন অন্যের চেয়ে বেশি মূল্যবান হওয়া উচিত নয়। বিশেষ করে তাদের জাতিগত, সংস্কৃতি অথবা নির্ঘাত ঘৃণার কারণে।”


তিনি শীর্ষস্থানীয় ইসরাইলি অধিকার গোষ্ঠী বি'তসেলেমের একটি ভিডিওও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে পশ্চিম তটের দক্ষিণাঞ্চলীয় শহর হেবরনে ইসরাইলি সৈন্যরা এক বাসিন্দাকে বলছে, ফিলিস্তিনিদের এই নির্দিষ্ট রাস্তায় হাঁটার অনুমতি নেই কারণ এটি ইহুদিদের জন্য সংরক্ষিত। তিনি তার পোস্টে লিখেছেন,“এটি কি কাউকে কিছু মনে করিয়ে দেয়?”