বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠলেন ভারতের অলিম্পিক পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া।

জ্যাভলিনের প্রথম থ্রোতেই বাজিমাত করলেন এই ভারতীয় তারকা। চলতি মরশুমে নিজের সেরা থ্রো করলেন তিনি। এদিন তার প্রথম থ্রো অতিক্রম করে ৮৮.৭৭ মিটার। শুধু তাই নয়, এর ফলে ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সেও যোগ্যতা অর্জন করে ফেললেন নীরজ।

অলিম্পিক্স, ডায়মন্ড লিগ থেকে শুরু করে একাধিক টুর্নামেন্টে সোনা জিতেছেন নীরজ। কিন্তু বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এখনও সোনা অধরা তার। শুক্রবার ২৫ অগাস্ট ছিল বাছাই পর্বের খেলা। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে নীরজ ছাড়াও আরও দুই ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার অংশ নিয়েছিলেন।

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার নিয়ম, ৮৩ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়তে হয়। প্রথম থ্রোতেই সেই দূরত্ব অতিক্রম করে ফেলেন নীরজ। সোনা জয়ের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। আগামী রবিবার ২৭ অগাস্ট ফাইনালে নামবেন তিনি।

২০২২ সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের খুব কাছে পৌঁছেও জিততে পারেননি নীরজ। কিন্তু তারপর থেকে বিশ্বের একাধিক বড় টুর্নামেন্টে সোনা পেয়েছেন তিনি। নীরজ ফাইনালে উঠে গেলেও বাকি দুই ভারতীয় মানু ও কিশোর জেনা এখনও পর্যন্ত ফাইনালে উঠতে পারেননি।