রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে ব্যাপক বিতর্ক; ছিলেন না ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থীরা উইসকনসিনের মিলওয়াকিতে প্রথম প্রচারণা বিতর্কে অংশগ্রহণ করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান এমন আটজন রিপাবলিকান বুধবার রাতে উইসকনসিনে একটি মঞ্চে বিতর্ক করেন। তবে এতে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন না। এটা ছিল আগামী বছরের নির্বাচনের আগে তাদের দলের প্রথম বিতর্ক।

দুই ঘণ্টার এই টেলিভিশন বিতর্কে উপস্থাপকদের একজন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে “ঘরে অনুপস্থিত হাতি”—বলে অভিহিত করেন। রিপাবলিকান দলে এখন পর্যন্ত নির্বাচনী দৌড়ে সামনে থাকা ট্রাম্প মনে করেছিলেন, তিনি ভোটে এত এগিয়ে আছেন যে, তাঁর মঞ্চে থাকার প্রয়োজন নেই।

কিছু প্রতিদ্বন্দ্বী, যেমন ট্রাম্পের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি ট্রাম্পকে আবার প্রেসিডেন্ট হওয়ার জন্য অযোগ্য মনে করেন। তারা বলেন, সংবিধানের প্রতি তাঁর অসম্মান ছিল। সেই সঙ্গে তিনি এখনো ৯১টি অপরাধের জন্য বিচারের মুখোমুখি।

সম্প্রতি ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে হেরে যাওয়ায় ভোটের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এ মামলার কার্ক্রমে সহায়তা করতে ট্রাম্পের বৃহস্পতিবার জর্জিয়ার রাজধানী আটলান্টায় গিয়ে আত্মসমর্পণ করার কথা রয়েছে।

রিপাবলিকান দলের সকল প্রার্থী বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের গর্ভপাতের অধিকারের ওপর বিধিনিষেধের পক্ষে। কিন্তু খুঁটিনাটি কিছু বিষয়ে তারা ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। যেমন; গর্ভাবস্থার কততম সপ্তাহে এটি করা উচিত।