ভারতীয় চলচ্চিত্রের ৬৯তম জাতীয় পুরস্কার ঘোষণা হল বৃহস্পতিবার ২৪ অগাস্ট। প্রতি বছর এই পুরস্কারের জন্য মুখিয়ে থাকেন দেশের অভিনেতা অভিনেত্রী থেকে চিত্র নির্দেশকরা। ভারতের মধ্যে সিনেমার জগতে সবচেয়ে বড় সম্মান হল ‘জাতীয় পুরস্কার।’ সেরা ছবি থেকে সেরা নির্দেশক বেছে নেওয়ার মঞ্চ হিসেবে জাতীয় পুরস্কারের গুরুত্ব অপরিসীম। চলতি বছরে একাধিক বিভাগে বাজিমাত করেছে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। পিছিয়ে নেই অস্কার মঞ্চে সেরার শিরোপা জয় করা রাজামৌলির ‘আরআরআর’।
চলতি বছরে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র জন্য প্রথম জাতীয় পুরস্কার অভিনেত্রী আলিয়া ভাট। যৌথ ভাবে এই পুরস্কার পেয়েছেন ‘মিমি’ সিনেমাটির জন্য কৃতি শ্যানন। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির জন্য দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন।
‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র ঝুলি এই বছরের জাতীয় পুরস্কারে ভরে উঠেছে। ৫টি বিভাগে পুরস্কার ছিনিয়ে নিয়েছে এই ছবি। সেরা এডিটর-এর পুরস্কার পেয়েছেন সঞ্জয় লীলা বনশালি। অন্যদিকে ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির জন্য সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন দেবী শ্রী প্রসাদ। সেরা সিনেমার শিরোপা পেয়েছে ভিকি কৌশল অভিনীত ‘সর্দার উধম’।
অন্যদিকে ৬টি বিভাগে পুরস্কার জিতেছে এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’।