ভারতের গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ বিশ্ব দাবা প্রতিযোগিতায় পরাজিত হলেন। বিশ্ব খেতাবের লড়াইয়ে নরওয়ের ম্যাগনাস কার্লসেনে-এর কাছে হারতে হল ভারতীয় তারকাকে। এর আগে তাদের দুটি গেম ড্র হয়েছিল। বৃহস্পতিবার ২৪ অগাস্ট টাই ব্রেকের মধ্যে দিয়ে হার নিশ্চিত হল প্রজ্ঞার।
বৃহস্পতিবার আজারবাইজান-এর বাকুতে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের টাইব্রেকারে নামেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। ভারতের এই বিস্ময় কিশোরের বিপক্ষে ছিলেন নরওয়ের ম্যাগনাস কার্লসেন। মোট ২৫ চালের মধ্যে খেলা শেষ করতে হতো। অর্থাৎ খুব দ্রুত চাল দিতে হয়েছে আজকের খেলায়।
দুই দাবাড়ুর মধ্যে পয়েন্টের ব্যবধান ২.৫- ১.৫। মাত্র এক পয়েন্টের ব্যবধানই টাই ব্রেকারে ফয়সালা গড়ে দিয়েছে। প্রজ্ঞা এদিন একটা চাল দিতে এত সময় নিয়েছেন যে শেষ দিকে টাইম প্রেশারে পড়ে গিয়েছিলেন।
সারা ভারত তাকিয়ে ছিল প্রজ্ঞানন্দের ওপর। অভিজ্ঞ বিশেষজ্ঞরা মনে করছেন, শেষ পর্যন্ত প্রজ্ঞানন্দকে হারতে হল অভিজ্ঞতার কাছেই।
এর আগে দুটি গেম ড্র হয়েছিল। আজ শুরু থেকে টাইব্রেকারে তিনি মরিয়া ছিলেন জয়ের ব্যাপারে। প্রথম গেম পিছিয়ে দিয়েছিল ভারতীয় তারকাকে। র্যাপিড ফায়ারের দ্বিতীয় রাউন্ডে প্রজ্ঞানন্দ নিজেকে মেলে ধরতে পারেননি।
এবারের দাবা আসরে জাপানের হিকারু নাকামুরাকে হারিয়েছিলেন প্রজ্ঞা। মনে করা হয়েছিল শেষেও বাজিমাত করবেন। কিন্তু স্নায়ুর চাপে পড়ে গিয়ে শেষ পর্যন্ত নতিস্বীকার করতে হয় ১৮ বছরের ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে।
বিশ্বনাথন আনন্দ এর আগে বলেছেন, যে র্যাপিড ফায়ার রাউন্ডে, যেখানে দ্রুত দাবার চাল দেওয়া হয়, সেই পর্যায়ে প্রজ্ঞানন্দ অনেক বেশি এগিয়ে কার্লসেন-এর থেকে। কিন্তু এদিন সেই আগাম বাণী কাজে আসেনি। ম্যাচ রিড করতে করতেই গেম হেরে গিয়েছে চেন্নাইয়ের তারকা।
এর আগে ২০০১ সালে বিশ্ব দাবার খেতাব পেয়েছিলেন আনন্দ। এবার সামনে সুযোগ এসেছিল প্রজ্ঞার কাছে। তিনি খেতাব হারলেও অবশ্য দেশবাসীর হৃদয় জিতেছেন।