ডিনিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় ৭জন  আহত

২৪শে আগস্ট ইউক্রেনের কিয়েভে স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রেশাটিক রাস্তায় রাখা হয় ধ্বংসপ্রাপ্ত রাশিয়ান ট্যাঙ্ক।

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর নিপ্রোতে বৃহস্পতিবার ভোরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন।

আঞ্চলিক গভর্নর সেরহি লিসাক টেলিগ্রামে জানিয়েছেন যে আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লিসাক বলেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী একটি রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তবে অন্যান্য হামলায় একটি পরিবহন স্থাপনা ধ্বংস হয়েছে এবং একটি ব্যাংক,একটি হোটেল এবং দুটি আবাসিক ভবনসহ আরও এক ডজন ভবন ক্ষতি গ্রস্ত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে,তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার আকাশ সীমায় ওড়া ইউক্রেনের তিনটিড্রোন ভূপাতিত করেছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রক ইউক্রেনের সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলে দুটি ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে।তৃতীয় ড্রোনটি মস্কোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কালুগা অঞ্চলে ধ্বংস করা হয়।

গত সপ্তাহে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ড লক্ষ্য করে প্রতিদিন ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়া জানিয়েছে যেতারা গুলি করে বা ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে ড্রোনগুলোকে ভূপাতিত করেছে।কিছু ক্ষেত্রে,ধ্বংসাবশেষগুলি ভূমিতে এবং মস্কোর একটি ভবনে পড়ে ভবনটিকে ক্ষতিগ্রস্ত করেছে।

রাশিয়া ইউক্রেন আক্রমণের বেশিরভাগ সময় ইরানের তৈরি ড্রোন ব্যবহার করেছে এবং ইউক্রেনের শহরগুলিতে বিমান হামলায় ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে।

প্রতিবেদনের কিছু তথ্য নেওয়া হয়েছে এপি, এফপি এবং রয়টার্স থেকে।