মঙ্গলবার ভোরে দমকা হাওয়ায় একটি লাইন বিচ্ছিন্ন হয়ে একটি কেবলকারে আটকা পড়ে আট জনের একটি দল।যার মধ্যে দুইটি শিশুও ছিল। পাকিস্তানের সামরিক বাহিনী একটি উচ্চ ঝুঁকিপূর্ণ অভিযানে তাদের উদ্ধার করতে সক্ষম হয়।
ইসলামাবাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) উত্তরে বাট্টাগ্রামের একটি দুর্গম পার্বত্য এলাকায় স্কুলে যাওয়ার সময় সকাল ৭টা থেকে সাত জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক কেবলকারে আটকা পড়ে বলে কর্মকর্তারা জানান।
উদ্ধারকারী সংস্থার এক মুখপাত্র ও জেলার এক কর্মকর্তা জানিয়েছেন, দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
ঘটনাস্থলে থাকা উদ্ধারকারী কর্মকর্তা শারিক রিয়াজ খাট্টাক রয়টার্সকে বলেন, কেবলকারটি মাটি থেকে প্রায় ২৭৪ মিটার (৮৯৯ ফুট) উঁচুতে আটকা পড়ে একটা তারের সাথে ঝুলছিল।
তিনি আরও জানান, ওই এলাকায় দমকা হাওয়ার কারণে হেলিকপ্টারে করা উদ্ধারকাজ কিছুটা অনিশ্চিত আর কঠিন হয়ে পড়েছে।
কেবলকারের একজন আরোহী কুড়ি বছর বয়সী গুলফারাজ স্থানীয় একটি টিভি চ্যানেল জিওনিউজকে ফোনের মাধ্যমে কর্তৃপক্ষের যত দ্রুত সম্ভব তাদেরকে উদ্ধার করার আদেন জানান। তিনি বলেন অন্য শিক্ষার্থীদের য়স ১০ থেকে ১৫ বছর এবং একজন তাপ ও ভয়ের কারণে অজ্ঞান হয়ে পড়েছে।