কম্বোডিয়ার পার্লামেন্টে নতুন মুখ; নবাগত আইনপ্রণেতাদের স্বাগত জানিয়েছেন রাজা

নমপেনের ন্যাশনাল এসেম্বলির সামনে এক ফটো সেশনে আইনপ্রণেতাদের অভিনন্দন জানাচ্ছেন কম্বোডিয়ার রাজা নরোদম সিহামনি (মাঝে); ২১ আগস্ট ২০২৩।

সোমবার কম্বোডিয়ার রাজা নরোদম সিহামনি তার দেশের নতুন আইন প্রনেতাদের অভিনন্দন জানিয়েছেন। প্রথা অনুযায়ী, নির্বাচনের পর দেশটির আইন সভা্র (ন্যাশনাল এসেম্বলি) প্রথম অধিবেশনে তিনি বক্তৃতা দেন। আইনপ্রণেতাদের প্রতি তিনি দেশের অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করতে এবং সাম্য প্রতিষ্ঠা করতে আহবান জানান।

গত মাসের নির্বাচনে দীর্ঘকালের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী হুন সেনের নেতৃত্বাধীন কম্বোডিয়ান পিপলস পার্টি নিরঙ্কুশ বিজয় অর্জন করে। সকল নির্ভরযোগ্য বিরোধীদের সফলভাবে দমন করার পর, তার দল পার্লামেন্টের নিম্নকক্ষে ১২৫ আসনের মধ্যে ১২০টি আসনে জয়লাভ করে।

নতুন সরকার একটি প্রজন্মগত পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। হুন সেন তার বড় ছেলে হুন মানেতের কাছে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছেন। এছাড়া মন্ত্রী-পরিষদের অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রীদের প্রতিস্থাপন করা হচ্ছে। তবে, বর্তমান মন্ত্রীদের সন্তান বা আত্মীয়রা এ সব পদে দায়িত্ব পাচ্ছেন।

হুন সেন প্রায় চার দশক ধরে ক্ষমতায় ছিলেন। এ সময় কম্বোডিয়ার জনগণ তাদের জীবনযাত্রার মানের নাটকীয় অগ্রগতি দেখতে পেয়েছেন। তবে, এই সময়ে ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান বেড়েছে অনেকখানি।

রাজা নরোদম সিহামনি কম্বোডিয়ার প্রথাগত অভিভাবক ব্যক্তিত্ব। তিনি আইনপ্রণেতাদের বলেছেন, তিনি আশা করেন, আগামী পাঁচ বছর অব্যাহত অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখতে পাবেন; সেইসাথে দেশের জনগণের জন্য সামাজিক সুরক্ষা বৃদ্ধি পাবে।

বিরোধী দল কম্বোডিয়ান ন্যাশনাল রেসকিউ পার্টি ২০১৩ সালে একটি উল্লেখযোগ্য নির্বাচনী চ্যালেঞ্জ অতিক্রম করার পর, হুন সেন দলটির নেতাদের নিপীড়ন শুরু করেন।আর, তার প্রতি সহানুভূতিশীল দেশটির আদালত অবশেষে বিরোধী দলটিকে বিলুপ্ত করে দেয়।

ইউরোপীয় ইউনিয়ন এই নির্বাচনের সমালোচনা করেছে। তারা বলেছে, এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এমন একটি বিধিনিষেধের পরিবেশে, যেখানে বিরোধী দল, সুশীল সমাজ এবং গণমাধ্যম মুক্তভাবে কাজ করতে পারেনি। যুক্তরাষ্ট্রের মূল্যায়নে বলা হয়েছে, এই নির্বাচন “অবাধও নয়,সুষ্ঠুও নয়”।