ভারত শুল্ক আরোপের পর ঢাকায় পেঁয়াজের কেজি ১০০ টাকা

বাংলাদেশের ঢাকার কাওরান বাজারে একটি পেঁয়াজের পাইকারি বাজারে কাজ করছেন একজন দোকানদার। (ফাইল ছবি)

ভারত পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের পর, সোমবার (২১ আগস্ট) ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০০ টাকা ছাড়িয়েছে।দেশি জাতের পেঁয়াজের দাম প্রতি কেজি বেড়েছে ১৮ থেকে ২০ টাকা। আর, আমদানি করা হাইব্রিড পেঁয়াজের দামও কেজিতে ১৫ থেকে ১৮ টাকা বেড়েছে।

সোমবার সন্ধ্যায় ঢাকার মগবাজার, মালিবাগ, ফকিরাপুল, হাতির পুল, রামপুরা, কারওয়ান বাজার-সহ বিভিন্ন বাজারে ভোক্তারা জানান, তারা মানের ভিত্তিতে প্রতি কেজি দেশি জাতের পেঁয়াজ ৯৫ থেকে ১০৫ টাকায় কিনেছেন।

নিউ ইস্কাটনের বাসিন্দা নজরুল ইসলাম বুলবুল সোমবার বিকালে কারওয়ান বাজার থেকে ৯৫ টাকায় ১ কেজি পেঁয়াজ কিনেছেন। পরী-বাগের বাসিন্দা মঞ্জুর আহমেদ জানান, ২ কেজি পেঁয়াজ নিতে তাকে ২১০ টাকা দিতে হয়েছে।রামপুরা এলাকার বাসিন্দা রাবেয়া খাতুন একই অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, “১ কেজি পেঁয়াজ ৯৮ টাকায় কিনেছি।”

সোমবার ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয়েছে ৮৫ থেকে ৯০ টাকায়; শনিবার এই জাতের পেঁয়াজের দাম ছিলো মান ভেদে ৬৮ থেকে ৭৫ টাকা।

গত ১৯ আগস্ট ভারত তার নিজস্ব মজুত বাড়ানোর লক্ষ্যে, পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। এর প্রভাবে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সোমবার বলেছেন, “পূর্ব ঘোষণা ছাড়া ভারতের পেঁয়াজ রপ্তানি শুল্ক বাড়ানো দুঃখজনক। ভারত থেকে আমদানি অব্যাহত রাখার পাশাপাশি, পেঁয়াজের বিকল্প বাজার খুঁজতে শুরু করবে বাংলাদেশ।”

পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, আগে ভারত থেকে পেঁয়াজ আমদানি হতো ৩৮ থেকে ৪৬ টাকায়। শুল্ক আরোপের পর এখন এই খরচ দাঁড়াবে প্রতি কেজি ৫৩ থেকে ৬৫ টাকা। ব্যবসায়ীরা এখনো বেশি দামে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করেননি। শুল্ক আরোপের খবর শুনেই স্থানীয় বাজারে দাম বাড়িয়ে দিয়েছে তারা; এমন অভিযোগ অনেক ব্যবসায়ী ও ভোক্তাদের।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসেন বলেন, “ভারতের শুল্ক বাড়ানোর ঘোষণার পর পেঁয়াজের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার খবরে অসাধু ব্যবসায়ীরা উচ্চমূল্যের পণ্য দেশে আসার আগেই, অভ্যন্তরীণ বাজারে দাম বাড়িয়ে দিয়েছে। এটা আমাদের দেশের ব্যবসায়ীদের স্বভাব।”

কোনো কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে দাম কমলেও, কম দামের পণ্য এখনো আসেনি, এমন যুক্তি দেখিয়ে ব্যবসায়ীরা দাম কমাতে চান না বলে অভিযোগ করেন নাজের হোসেন।

খুলনার পেঁয়াজের দাম বাড়ছে

সোমবার (২১ আগস্ট) খুলনার বাজারেও বেড়েছে পেঁয়াজের দাম। বর্তমানে খুলনার বাজরগুলোতে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।

নগরীর বিভিন্ন বাজারে রবিবার (২০ আগস্ট) ভারতীয় পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা, দেশি পেঁয়াজ ৯০ টাকা দরে বিক্রি হয়েছে। শনিবার (১৯ আগস্ট) দেশি পেঁয়াজ ৭৫ টাকা বিক্রি হয়েছে কেজি দরে। আর, ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় ৫৫ থেকে ৬০ টাকা কেজি। এই হিসাব অনুযায়ী, একদিনে বাজার ও মান ভেদে পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।

আমদানিকারকরা জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি করার ক্ষেত্রে বাংলাদেশকে এতদিন কোনো শুল্ক দিতে হতো না। ১৯ আগস্ট পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় ভারত। ২০ আগস্ট থেকে কার্যকর হয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলে জানান তারা।