পশ্চিম তীরে এক নারীকে হত্যা করেছে সন্দেহভাজন ফিলিস্তিনি বন্দুকধারী; ইসরাইল

অধিকৃত পশ্চিম তীরের হেবরনের দক্ষিণে, কথিত হামলাস্থলের দিকে যাওয়ার সড়ক বন্ধ করে রখেছে ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা; ২১ আগস্ট ২০২৩।

ইসরাইলি কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে,অধিকৃত পশ্চিম তীরে এক সন্দেহভাজন ফিলিস্তিনি হামলাকারী এক নারীকে হত্যা করেছে। আর, এ হামলায় আহত হয়েছেন এক পুরুষ।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, হেবরন শহরের কাছে এই গুলির ঘটনা ঘটে। আর, গুলি ছোড়া হয়েছে একটি চলন্ত গাড়ি থেকে।

সামরিক বাহিনী জানিয়েছে যে তাদের সদস্যরা ঘটনায় জড়িত সন্দেহভাজনকে খুঁজছে এবং এলাকার সড়কগুলোতে প্রতিবন্ধক স্থাপন করেছে।

শনিবার পশ্চিম তীরে দুজন ইসরাইলি গুলিবিদ্ধ হওয়ার পর, সোমবারের এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।