চাঁদের মাটিতে বিধ্বস্ত হয়েছে রাশিয়ার লুনা-২৫

ভোস্টোচনি কসমোড্রোম থেকে সোয়ুজ-২.১বি রকেটের মাধ্যমে উড্ডয়ন করছে চাঁদে অবতরণ যান লুনা-২৫; (রসকসমস স্টেট স্পেস কর্পোরেশন-এর প্রকাশিত ছবি; এপির মাধ্যমে প্রাপ্ত ); ১১ আগস্ট ২০২৩

রাশিয়ার মহাকাশযান লুনা-২৫ চাঁদে বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস রবিবার জানিয়েছে “চাঁদের পৃষ্ঠের সঙ্গে সংঘর্ষের ফলে যানটি ধারণার বাইরে কেনো অক্ষে চলে যায় এবং ধ্বংস হয়ে যায়।“ সংস্থাটি শনিবারি জানিয়েছিলো যে এই মহাকাশযানে কিছু সমস্যা দেখা দিয়েছে এবং এর সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এই মানবহীন রোবট ল্যান্ডারটি সোমবার চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা ছিলো। চলতি সপ্তাহের শেষের দিকে, চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের একটি মহাকাশ যানের অবতরণের কথা রয়েছে। এর আগেই, লুনা-২৫-এর চাঁদে অবতরণের কথা ছিলো।

বিজ্ঞানীরা চাঁদের দক্ষিণ মেরুতে জল থাকতে পারে বলে ধারণা করছেন। এ কারণে তারা সেখানকার বিষয়ে জানতে খুবই আগ্রহী। তাদের ধারণা ভবিষ্যতের নভোচারীরা এই জল, বায়ু ও রকেট জ্বালানিতে রূপান্তরিত করতে পারবেন।

১৯৭৬ সালে সোভিয়েত আমলে শেষবার চাঁদে মহাকাশযান উৎক্ষেপণ করেছিলো রাশিয়া।