যুক্তরাষ্ট্র ২০২০ সালে কারাবন্দী বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার রুশ নিরাপত্তা এজেন্টের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ জানিয়েছে, ঐ চারজন রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিসের সঙ্গে যুক্ত। যখন পররাষ্ট্রমন্ত্রক ঐ চার জনের যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসাঅধিকারের সম্ভাবনা নাকচ করেছিল, সেই সময়ে অর্থ বিভাগের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে তাদের যে কোনও সম্পদ এখানে থেকে থাকলে তা আটক করেছিল এবংআমেরিকায় তাদের আর্থিক লেনদেননিষিদ্ধ করেছিল।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ট্রেজারির সন্ত্রাসবিরোধী কর্মকর্তা ব্রায়ান নেলসন বলেন, “আজ আমরা ভ্লাদিমির পুতিন ও তার সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছি যে, এটা ইউক্রেনের বিরুদ্ধে শুধু নৃশংসতা ও বিনাপ্ররোচনায়যুদ্ধ চালানোরজন্য নয়, এই পদক্ষেপ রুশ জনগণের মানবাধিকার লঙ্ঘনেরও জন্য।
নেলসন বলেন, “২০২০ সালে অ্যালেক্সি নাভালনিকে যে হত্যার চেষ্টা করা হয়েছিল তা ক্রেমলিন যে মানবাধিকারের প্রতি অবমাননা করেছে সেটাই প্রতীয়মান এবং ক্রেমলিন কর্তৃপক্ষ যারা এই ধরনের মৃত্যুদণ্ড দিয়ে থাকে তাদেরকে আমরা জবাবদিহিতার জন্য আমাদের হাতে থাকা ক্ষমতাকে ব্যবহার করা অব্যাহত রাখব।
ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে পুতিনের দমনপীড়নের নিশানায় পরিণত হয়েছেন ৪৭ বছর বয়সী নাভালনি। জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে নাভালনি নয় বছর কারাদণ্ড ভোগ করেন এবং সম্প্রতি উগ্রবাদ সম্পর্কিত অভিযোগে তাকে আরও ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাশিয়ার যে চার জন নিরাপত্তা এজেন্টের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা হলেন আলেক্সি আলেকজান্দ্রোভিচ আলেকজান্দ্রোভ,কনস্টানটিন কুদ্রিয়াভসেভ, ইভান ভ্লাদিমিরোভিচ ওসিপভ এবং ভ্লাদিমির আলেকজান্দ্রোভিচ পানিয়েভ।
এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেয়া।