মঙ্গলবার ইরানের স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, গত বছর কান চলচ্চিত্র উৎসবে 'লেইলাস ব্রাদার্স' ছবিটি প্রদর্শনের দায়ে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সাঈদ রুস্তাইকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে একটি আদালত।
তেহরানের অর্থনৈতিক দুর্দশার সঙ্গে লড়াই করা একটি পরিবারের সমৃদ্ধ ও জটিল গল্প 'লেইলাস ব্রাদার্স' ।গত বছর ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে ইরানে নিষিদ্ধ করা হয়েছে।
ছবিটি গত বছরের কান উৎসবে পাম ডি'অরের জন্য প্রতিযোগিতায় ছিল। এটি সর্বোচ্চ পুরষ্কার না পেলেও আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশন পুরষ্কার জিতে নিয়েছিল।
মঙ্গলবার সংস্কারবাদী দৈনিক ইতেমাদ জানায়, রুস্তাই ও প্রযোজক জাভেদ নরুজবেগিকে কান চলচ্চিত্র উৎসবে “ছবিটি প্রদর্শনের দায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।“
রুস্তাই এবং নরুজবেগিকে "ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে বিরোধীদের প্রচারণায় অবদান রাখার" জন্য দোষী সাব্যস্ত করা হয়।
সরকারি গণমাধ্যম জানায়, “লেইলাস ব্রাদার্স” নিষিদ্ধ করার কারণ, এটি "অনুমতি ছাড়াই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে প্রবেশ করে নিয়ম ভঙ্গ করেছে" এবং পরিচালক সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুরোধে এটি "সংশোধন" করতে অস্বীকার করেছেন।
চিত্র নির্মাতা তার কারাদণ্ডের মধ্যে মাত্র ৯ দিন ভোগ করবেন। বাকি মেয়াদ ৫ বছরের জন্য স্থগিত রাখা হবে। ইতিমাদ এ তথ্য জানিয়ে বলেছে, চাইলে এই রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে।
সাময়িক বরখাস্তের সময় আসামিদের “জাতীয় ও নৈতিক স্বার্থ সংরক্ষণ” করে চলচ্চিত্র নির্মাণের শিক্ষা গ্রহণ করতে হবে এবং অন্যান্য চলচ্চিত্র পেশাজীবীদের সঙ্গে মেলামেশা করা থেকে বিরত থাকতে হবে।
৩৪ বছর বয়সী রুস্তাই ২০১৯ সালে ইরানের মাদক সমস্যা এবং নৃশংস ও নিরর্থক পুলিশি প্রতিক্রিয়ার একটি আপোষহীন দৃষ্টিভঙ্গি নিয়ে নির্মিত ছবি 'জাস্ট ৬.৫' মুক্তির পর থেকে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।