অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়ে নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

সিডনির স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যে বিশ্বকাপের সেমিফাইনালে জিতে উদযাপন করছেন ইংল্যান্ডের গোলরক্ষক মেরি ইয়ার্পস (ডানে) এবং জর্ডান নোবস। ১৬ আগস্ট, ২০২৩।

বুধবার সহ-আয়োজক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে৩-১ গোলে জয়ের সাথে ইংল্যান্ড তার প্রথম নারী বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ খেলায় এগিয়ে গেছে। ফলে টুর্নামেন্ট জুড়ে মাতিলদাদের মনোমুগ্ধকর দৌড় শেষ হলো।

অস্ট্রেলিয়ার সুপারস্টার স্যাম কের টুর্নামেন্টে তার প্রথম ম্যাচ শুরু করেছিলেন এবং গোল করেছিলেন। কিন্তু ইউরোপীয় চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে আটকে রাখার জন্য এটি যথেষ্ট ছিল না।

৩৬তম মিনিটে এলা টুন গোল করে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। প্রথমার্ধে সিংহীদের আধিপত্য ছিল।

ম্যাচের ৬৩ মিনিটে কেরের সমতা ৭৫ হাজারের বেশি দর্শকদেরকে আশা জাগিয়েছিল, কিন্তু ৭১ মিনিটের মাথায় ইংল্যান্ডের লরেন হেম্প এবং রেগুলেশন টাইমের শেষের চার মিনিটের অ্যালেসিয়া রাসোর গোলে জয় নির্ধারিত হয়ে যায়।

রবিবার প্রথমবারের মতো নারী বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং স্পেন। শনিবার ব্রিসবেনে তৃতীয় স্থানের জন্য সুইডেনের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।