মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ আগস্ট) রাত পৌনে নয়টার দিকে মারা যান। ২০১০ সালে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেপ্তার করা হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে ১৭ ফেব্রুয়ারি, ২০১৮ তারিখে তাকে মৃত্যু পর্যন্ত কারাদণ্ড দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তার মৃত্যুর পর জামায়াতে ইসলামীর কর্মীরা তার নামাজে জানাজা ঢাকাতে পড়ার দাবী জানায় এবং হাসপাতাল থেকে মরদেহ বের করতে বাধা দেয়। পুলিশ টিয়ার সেল এবং রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে। পরে কর্তৃপক্ষ মরদেহ পুলিশ পাহারাতে তার গ্রামের বাড়ি, পিরোজপুর পাঠানোর ব্যবস্থা করে।
সাঈদীর জানাজা ঢাকায় করার দাবী জামায়াতে ইসলামীর কর্মীদের; ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ও রাবার বুলেট ছুঁড়লো পুলিশ
Your browser doesn’t support HTML5