ভারতে মথুরার শাহী ইদগা মসজিদের সমীক্ষা-জরিপের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে শ্রীকৃষ্ণ পুনরুদ্ধার ট্রাস্ট

ভারতে মথুরার শাহী ইদগা মসজিদের সমীক্ষা-জরিপের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে শ্রীকৃষ্ণ পুনরুদ্ধার ট্রাস্ট।

আদালতের নির্দেশে ভারতের উত্তর প্রদেশে বারাণসীর জ্ঞানবাপী মসজিদে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ সংস্থার জরিপের কাজ চলছে। বারাণসীর স্থানীয় আদালতের এই সংক্রান্ত নির্দেশ বহাল রাখে এলাহাবাদ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। এবার এই একই আর্জি জানিয়ে দেশের শীর্ষ কোর্টে মামলা দায়ের হল মথুরার শাহী ইদগা মসজিদ নিয়ে।

মথুরার মামলায় দাবি করা হয়েছে, শাহী ইদগা মসজিদ শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল। মসজিদ সরিয়ে নিয়ে মন্দিরের জমি ফিরিয়ে দিতে হবে। এজন্য জ্ঞানবাপীর মতো সেখানেও পুরাতত্ত্ব সর্বেক্ষণ সংস্থার সমীক্ষা-জরিপের আর্জি জানিয়েছে শ্রীকৃষ্ণ জন্মস্থান পুনরুদ্ধার ট্রাস্ট।

আদালত মামলাটি গ্রহণ করলেও শুনানির দিন-তারিখ জানায়নি। মামলাকারী সংস্থা এর আগে মথুরার আদালতে একই আর্জি পেশ করেছিল। কিন্তু সেই মামলার আশানুরূপ অগ্রগতি হয়নি। মামলাটি এখন এলাহাবাদ হাইকোর্টের বিচারাধীন। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, শীর্ষ আদালত যাতে হাইকোর্টকে মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয় সেই কারণেই সরাসরি সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়েছে।

বারাণসীর জ্ঞানবাপীর পাশাপাশি মথুরার শাহী ইদগা মসজিদ নিয়ে দীর্ঘদিন ধরেই দেশের হিন্দুত্ববাদীরা সেটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছে। হিন্দু সেনা নামে একটি সংগঠন আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কথিত আছে, ষোড়শ শতাব্দীতে মোঘল সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের মতো মথুরার শ্রীকৃষ্ণ জন্মস্থান মন্দিরেরও একাংশ ভেঙে যথাক্রমে জ্ঞানবাপী ও শাহী ইদগা মসজিদ নির্মাণ করা হয়েছিল।