নিজারের সমালোচনা করায় রেডিও স্টেশন বন্ধ করে দিল বুরকিনা ফাসো জান্তা

বুরকিনা ফাসো জাতীয় টেলিভিশনের সামনে সামরিক যান মোতায়েন করে জান্তা-নেতৃত্বাধীন সরকার। ১ অক্টোবর, ২০২২। (ফাইল ছবি)

নিজারের নতুন সামরিক নেতাদের "অপমানজনক" বলে মনে করা একটি সাক্ষাৎকার সম্প্রচার করার পর, বুরকিনা ফাসোর জান্তা-নেতৃত্বাধীন সরকার দেশটির অন্যতম জনপ্রিয় একটি রেডিও স্টেশন বন্ধ করে দিয়েছে।

বুরকিনা ফাসোর যোগাযোগ মন্ত্রী রিমতালবা জিন ইমানুয়েল ওয়েড্রোগো এক বিবৃতিতে বলেছেন, "পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত," বৃহস্পতিবার থেকে রেডিও ওমেগার সম্প্রচার বন্ধ থাকবে।

এই সিদ্ধান্ত "জাতির বৃহত্তর স্বার্থে" নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সাংবাদিক এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলফা ব্যারির মালিকানাধীন ওমেগা মিডিয়া গ্রুপের অংশ, রেডিও ওমেগা স্টেশনটি বৃহস্পতিবার বেলা শেষে বিবৃতিটি জারি করার পর তাদের সম্প্রচার বন্ধ করে দেয়।

চ্যানেলটি সম্প্রতি নিজারের সদ্য প্রতিষ্ঠিত একটি গ্রুপের মুখপাত্র উসমানে আবদউল মাউমুনির একটি সাক্ষাত্কার সম্প্রচার করে। উসমানে, নিজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য প্রচারণা চালাচ্ছেন।

গত ২৬শে জুলাই এক অভ্যুত্থানে দেশটির নির্বাচিত নেতাকে ক্ষমতাচ্যুত করে প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা।

রেডিও ওমেগা শুক্রবার বলেছে, তারা স্থগিতাদেশের বিরুদ্ধে লড়াই করার জন্য সম্ভাব্য "প্রতিটি উপায় খতিয়ে দেখবে"।

তারা বলেছে, এই সিদ্ধান্তটি "বর্তমান আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার উপর একটি অগ্রহণযোগ্য আক্রমণ।"

দেশের নেতৃস্থানীয় সাংবাদিক সমিতি, ওপিএম বলেছে, তারা স্টেশনটির সম্প্রচার বন্ধের সিদ্ধান্তের "তীব্র নিন্দা" করছে এবং "অবিলম্বে" সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়েছে।

বুরকিনাবে কর্তৃপক্ষ সাম্প্রতিক মাসগুলিতে ফরাসি টিভি আউটলেট এলসিআই এবং ফ্রান্স টুয়েন্টি ফোর’এর পাশাপাশি রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল বন্ধ করে দিয়েছে এবং ফরাসি সংবাদপত্র লিবারেশন এবং লে মন্ডের সংবাদদাতাদের দেশ থেকে বহিষ্কার করেছে।