বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ বিএনপিকে প্রতিপক্ষ মনে করে; আর তারা আওয়ামী লীগকে শত্রু ভাবে। শনিবার (১২ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে, ঢাকায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “গণতন্ত্র আছে বলেই উন্নয়নের মুখ দেখছে বাংলাদেশ। বিএনপি এর সুবিধা নেয়ার চেষ্টা করে। কিন্তু দেশের উন্নয়নে তারা প্রশংসা করতে পারে না।”
তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্ট বিলুপ্তি, শেখ হাসিনার পদত্যাগসহ বিএনপির কোনো দাবি মেনে নেয়া হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, মন চাইলে তারা নির্বাচনে আসবেন; তা না হলে, যা মন চায় তা করবেন।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আওয়ামী লীগ বিএনপিকে প্রতিপক্ষ ভাবে, আর বিএনপি আওয়ামী লীগকে শত্রু ভাবে। এই যাত্রা শুরু হয়েছিলো ২১ আগস্ট। ১৫ আগস্ট কিংবা একুশে আগস্ট-সহ সব হত্যাকাণ্ড ও ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড জিয়া পরিবারের সদস্যরা।”
দেশকে রক্ষা করাই আমাদের লক্ষ্য: মির্জা ফখরুল
এর আগে, বৃহস্পতিবার (১০ আগস্ট) বিএনপি মহাসচিব ফখরুল বলেন, বর্তমান সরকারের হাত থেকে দেশকে বাঁচানো তাদের দলের একমাত্র লক্ষ্য। তিনি বলেন, “আমরা সরকারের নিপীড়নের বিরুদ্ধে লড়াই ও সংগ্রাম করছি। আমাদের একমাত্র লক্ষ্য এই সরকারের হাত থেকে দেশকে মুক্ত করা।”
বিএনপি মহাসচিব বলেন, “দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য ইতোমধ্যে অনেক বিরোধীদলীয় নেতা-কর্মী জীবন উৎসর্গ করেছেন এবং অনেকে গুমের শিকার হয়েছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ ও দেশের কোনো নাগরিক নিরাপদ থাকবে না।”