দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা তার নিজ প্রদেশ কোয়াজুলু-নাটালের একটি কারাগারে আত্মসমর্পণ করার পর শুক্রবার তাকে সাজা মওকুফ করে মুক্তি দেয়া হয়েছে।
২০২১ সালে দুর্নীতির অভিযোগে জুমার ১৫ মাসের কারাদণ্ড হলেও তিনি মাত্র দুই মাস কারাভোগ করেন। মেডিকেল প্যারোলে তাকে মুক্তি দেওয়া হয়।
শুক্রবার আদালতে হাজিরা দেওয়ার পর তাকে তার সাজার মেয়াদ শেষ করার জন্য কারাগারে ফেরত পাঠাতে পারত তবে এর পরিবর্তে তাকে ক্ষমা করা হয় এবং তিনি বাকি সাজা থেকে মুক্তি পান।
দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা দক্ষিণ আফ্রিকার কম ঝুঁকিপূর্ণ কারাগারের জনসংখ্যা হ্রাস করার জন্য সাজা কমিয়ে দেয়ার এক কর্মসূচি প্রণয়ন করেন।
২০২১ সালে জুমাকে কারাবাসে পাঠানোর পর কয়েক সপ্তাহ ধরে প্রতিবাদে সহিংস বিক্ষোভ হয় এবং ৩০০ জন নিহত হয়।
তবে একটি আদালত ২০২১ সালে তাকে যে আটক করা হয়েছিল তা থেকে তাকে মুক্তি দেওয়াকে অবৈধবলে মনে করে।
তবে ৮১ বছর বয়সী সাবেক প্রেসিডেন্টকে শুক্রবার প্রায় দু ঘন্টা পর কারাগার থেকে মুক্তি দেয়া হয়।