চিলির সমুদ্র উপকূলে ভেসে এল মৃত নীল তিমি

Your browser doesn’t support HTML5

সপ্তাহান্তে দক্ষিণ চিলির একটি সৈকতে ভেসে আসে পৃথিবীর বৃহত্তম প্রাণী বলে পরিচিত একটি নীল তিমি। স্থানীয় কর্তৃপক্ষের মতে, তিমিটি সম্ভবত সমুদ্রে মারা যাওয়ার পরে উপকুলে ভেসে আসে।

প্রশান্ত মহাসাগরের একটি সৈকতে বিশালাকার ওই সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীটিকে শনিবার প্রথম দেখতে পান চিলো দ্বীপের আনকুড শহরের বাসিন্দারা। (এএফপি)