ম্যাগাজিন কলামিস্টের বিরুদ্ধে ট্রাম্পের মানহানির মামলা খারিজ করলেন বিচারক

ই. জ্যঁ ক্যারল, ( মধ্যে), নিউ ইয়র্কের ম্যানহাটন ফেডারেল কোর্ট থেকে বেরিয়ে আসছেন; ৯ মে ২০২৩।

নিউইয়র্কের এক ফেডারেল বিচারক সোমবার ডনাল্ড ট্রাম্পের একটি মামলা খারিজ করে দিয়েছেন। এই মামলায় তিনি দাবি করেছিলেন, একজন সাবেক ম্যাগাজিন-কলামিস্ট, তার বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলায় জয়ী হওয়ার পর, তার মানহানি করেছেন।

১৯৯০-এর দশকে নিউইয়র্কের একটি ডিপার্টমেন্ট স্টোরে ই. জ্যঁ ক্যাবলকে যৌন নিপীড়নের জন্য গত মে মাসে সাবেক প্রেসিডেন্টকে দায়ী করা হয়; তবে তাকে ধর্ষণের জন্য দায়ী করা হয়নি।

এলি ম্যাগাজিনের ৭৯ বছর বয়সী সাবেক কলামিস্ট, দেওয়ানি মামলার বিচারের রায় সত্ত্বেও, ট্রাম্প তাকে ধর্ষণ করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়ে তার মানহানি করেছেন উল্লেখ করে ট্রাম্প গত জুনে নিজে পাল্টা মামলা করেন।

সোমবার মামলা খারিজ করে দেয়া রায়ে ডিস্ট্রিক্ট জজ লুইস কাপলান বলেন, ট্রাম্প তাকে ধর্ষণ করেছেন বলে ক্যারল যে বক্তব্য দিয়েছেন তা “ উল্লেখযোগ্যভাবে সত্য”।

দেওয়ানি বিচারে ক্যারলকে ৫০ লাখ ডলার দিতে বলা হয় ট্রাম্পকে।

তিনি অভিযোগ অস্বীকার করেন এবং রায়ের বিরুদ্ধে আপিল করেন।

দেওয়ানি মামলার রায় ঘোষণার এক দিন পর ট্রাম্প তাকে সিএনএন টেলিভিশনে ক্যারলকে “পাগলাটে” বলে অভিহিত করেন। এর পর ক্যারল নতুন করে মানহানির মামলা করেন।