নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে বুয়েটের শিক্ষার্থীদের শপথ

নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে বুয়েটের শিক্ষার্থীদের শপথ

সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের একদল শিক্ষার্থীকে গ্রেপ্তার এবং তাদের জামিনে মুক্ত হওয়ার সাম্প্রতিক ঘটনার পর, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার শপথ নিয়েছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ আগস্ট) বুয়েটের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে বিশ্ববিদ্যারয় ক্যাফেটেরিয়ার সামনে অবস্থান কর্মসূচি পালন করে এবং এই শপথ গ্রহণ করে। শপথ বাক্যে বলা হয়, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই মুহূর্ত থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পরিবারের একজন সদস্য হিসেবে আমি এই বিশ্ববিদ্যালয়ের সকলের কল্যাণ ও নিরাপত্তার জন্য আমার ওপর অর্পিত সমস্ত ব্যক্তিগত এবং সামষ্টিক নৈতিক ও মানবিক দায়িত্ব যথাসাধ্যভাবে সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি সকল অন্যায় ও বৈষম্য সম্পর্কে সচেতন এবং তার বিরুদ্ধে আমি সর্বদা সোচ্চার থাকবো।”

শিক্ষার্থীরা শপথে আরো বলেন, “আমি আরো অঙ্গীকার করছি যে আমরা সম্মিলিতভাবে এই বিশ্ববিদ্যালয়ে সমস্ত ধরণের সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িক সহিংসতাকে প্রতিরোধ করবো। আমরা নৈতিকতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সব ধরণের বৈষম্যমূলক অপসংস্কৃতি এবং ক্ষমতার অপব্যবহারের মূলোৎপাটন করবো। যাতে আর কোনো নিরপরাধ প্রাণ হারায়। এখন থেকে কোনো নিরপরাধ ছাত্র যাতে নির্যাতনের শিকার না হয়, তা আমরা নিশ্চিত করবো।” শপথ গ্রহণের পর একই স্থানে সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিক্ষার্থীরা।

সুনামগঞ্জ থেকে ইসলামী ছাত্র শিবির কর্মী সন্দেহে গ্রেপ্তার হওয়া বুয়েটের ছাত্র-ছাত্রীদের বিষয়ে সঠিক তদন্তের দাবি জানায় শিক্ষার্থীরা। তার বলেন, “আমরা কর্তৃপক্ষকে তদন্তের অনুরোধ জানিয়েছি এবং কর্তৃপক্ষকে অনুরোধ করেছি যদি তারা দোষী সাব্যস্ত হয়, তারা যেন দ্রুত ব্যবস্থা নেয়।”

শিক্ষার্থীরা বলেন, “বুয়েট কর্তৃপক্ষ দোষী সাব্যস্ত হওয়া আশিকুল ইসলাম বিটুকে দায়মুক্তি দেয়ার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান ব্যক্ত করেছি। আমরা এমন একজন কুখ্যাত ব্যক্তির সঙ্গে ক্লাস করবো না। যদি বুয়েট কর্তৃপক্ষ তা করে এবং দ্রুত কোনো পদক্ষেপ না নেয়, আমরা ক্লাস বর্জন করতে দুবার ভাববো না।”