যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা: ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন সম্পন্ন করার আলোচনা

২০২৩ সালের ৩ আগস্ট তোলা এই হ্যান্ডআউট ছবিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে দেখা যাচ্ছে (ডানে)। তিনি ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সাথে সাক্ষাৎ করছেন। (এএফপি/পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রক)

ইরান প্রতিবেশী দেশ পাকিস্তানে প্রাকৃতিক গ্যাস রপ্তানির জন্য দীর্ঘ বিলম্বিত বিলিয়ন বিলিয়ন ডলারের পাইপলাইন জরুরিভাবে সম্পন্ন এবং কার্যকর করতে সহায়তা করার জন্য বৃহস্পতিবার তার প্রস্তুতি ঘোষণা করেছে।

ইসলামাবাদে তিন দিনের সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির সাথে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর এ মন্তব্য করেন।

তেহরান জানিয়েছে, তারা জ্বালানির ঘাটতিতে থাকা দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশটিতে ইরানের গ্যাস রপ্তানি করার জন্য সীমান্তের প্রায় ২৭০০ কিলোমিটার পাইপলাইন নির্মাণ শেষ করেছে এবং প্রকল্পের ইসলামাবাদের অংশ সম্পন্ন করার জন্য অপেক্ষা করছে।

পাকিস্তানের কর্মকর্তারা এই বছরের শুরুর দিকে সংসদীয় কমিটির একটি শুনানিতে বলেছিলেন, প্রায় এক দশক আগে স্বাক্ষরিত দেশ দুটির চুক্তি অনুযায়ী, পাকিস্তানকে ২০২৪ সালের মার্চের মধ্যে পাইপলাইনের তার অংশের কাজ শেষ করতে হবে অন্যথায়, ইরানকে ১৮০০ কোটি ডলার আর্থিক জরিমানা দিতে হবে।

নগদ অর্থের সংকটে পড়া পাকিস্তান মার্চ মাসে ওয়াশিংটনে একটি প্রতিনিধিদল পাঠিয়েছিল। প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রের প্রশাসনকে ইসলামাবাদকে পাইপলাইন নির্মাণের অনুমতি দিতে বা প্রত্যাশিত আর্থিক জরিমানা দিতে সহায়তা করার অনুরোধ জানায়। সেই সময় মূলধারার সংবাদপত্র পাকিস্তানি ডন জানিয়েছিল, “ওয়াশিংটন এখনো অনুরোধটি পর্যালোচনা করছে।”

তাদের অভিন্ন সীমান্তের উভয় দিকে বিদ্রোহীদের হামলা ইরান এবং পাকিস্তানের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটিয়েছে। উভয় পক্ষই একে অপরকে তাদের নিজ নিজ মাটিতে সক্রিয় জঙ্গিদের অভয়ারণ্য অনুমোদন না করতে যথেষ্ট পদক্ষেপ না নেয়ার জন্য অভিযুক্ত করে।