বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ

বাংলাদেশের সরকার বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদকে বৃহস্পতিবার (৩ অগাস্ট) গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। ২৯ জুলাই রাজধানী ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে সহিংসতার ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

সালাহউদ্দিন আহমেদের ছেলে ও বিএনপির ঢাকা দক্ষিণ শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন জানান, আদালত থেকে আগাম জামিন নিয়ে বাড়ি ফেরার সময় হানিফ ফ্লাইওভারে তাঁর বাবাসহ ৬ জনকে ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করে।

অন্য গ্রেপ্তারকৃতরা হলেন-বিএনপির ঢাকা দক্ষিণ মহানগর শাখার ৬২ নম্বর ওয়ার্ডের নেতা এম শাহিন, শাহআলম মুন্সি, আবির হোসেন, নিয়ামুল হক, ৪৮ নম্বর ওয়ার্ড ইউনিটের সদস্য নয়ন ও সালাহউদ্দিন আহমেদের গাড়িচালক এম কাজল।

তানভীর আহমেদ বলেন, ঢাকার যাত্রাবাড়ী এলাকায় শনিবারের অবস্থান কর্মসূচিতে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা বিভিন্ন মামলায় তাঁর বাবাকে সর্বোচ্চ আদালত আগাম জামিন দিয়েছেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, তারা যাত্রাবাড়ী এলাকা থেকে সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছেন।

হারুন অর রশিদ বলেন, ২৯ জুলাই বিএনপির আন্দোলন কর্মসূচি চলাকালে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদলসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো পুলিশের ওপর হামলা চালায় এবং তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় ৪টি মামলা হয়েছে।

হারুন অর রশিদ আরও বলেন, ৪টি মামলার মধ্যে ২টিতে সালাহউদ্দিন আহমেদ এক নম্বর অভিযুক্ত, অন্য দুটি মামলাতেও অভিযুক্ত। এসব মামলায় ডিবি (ওয়ারী বিভাগ) তাঁকে গ্রেপ্তার করেছে এবং আমরা তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি।

এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, সরকারের চলমান দমন-পীড়ন ও গ্রেপ্তারের সর্বশেষ শিকার সালাহউদ্দিন আহমেদসহ বিএনপির ৬ নেতাকর্মী।

রুহুল কবির রিজভী বলেন, “আজ (বৃহস্পতিবার) ডিবি পুলিশ তাদের অন্যায়ভাবে তুলে নিয়েছে। অবৈধ সরকার তাদের অপকর্ম ঢাকতে চায় গ্রেপ্তার ও হামলা দিয়ে”।

তিনি বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করে বলেন, বিএনপির মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ২৮ জুলাই থেকে এ পর্যন্ত ৪০৬ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।