দক্ষিণ কোরিয়ার সাথে ড্র করায় দুইবারের বিশ্বকাপ জয়ী জার্মানির বিদায়

জার্মানি-দক্ষিণ কোরিয়ার ম্যাচে জার্মানির আলেকজান্দ্রা পপের সামনে থেকে বল সরিয়ে দিচ্ছেন দক্ষিণ কোরিয়ার কিম হাই-রি। ব্রিসবেন, অস্ট্রেলিয়া। ৩ আগস্ট, ২০২৩।

নারী বিশ্বকাপে এই প্রথম নক-আউট পর্যায়ে উঠতে ব্যর্থ হল জার্মানি। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচে ১-১ ড্র করায় তাদের এই ভরাডুবি।

কলম্বিয়ার বিরুদ্ধে মরক্কো ১-০ গোলে জয় পেয়েছিল। ফলে, পরের ধাপে ওঠার জন্য জার্মানির জেতা ছাড়া অন্য পথ ছিল না। অধিনায়ক আলেকজান্দ্রা পপের নেতৃত্বে জার্মানি অসংখ্যবার গোলের সুযোগ তৈরি করেছিল, কিন্তু গোল করার মতো কেউ ছিল না। এইচ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে কলম্বিয়া এবং দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো। দুজনেরই পয়েন্ট ছয়। জার্মানি চার পয়েন্ট নিয়ে তাদের যাত্রা শেষ করল এ বারের মতো।

দক্ষিণ কোরিয়া ছয় মিনিটের মধ্যেই বিপক্ষ দলের জালে বল জড়িয়ে দেয়। লি ইয়ংজুর রক্ষণভেদী দুর্দান্ত পাসে নিখুঁত কারুকাজে গোল দেন চো সহিয়ুন।

৪২ মিনিটে খেলায় সমতা ফিরিয়ে আনেন পপ। ভেনজা হাথের দেয়া বলে অনেক উঁচুতে উঠে হেড করে জার্মানিকে একটি গোল উপহার দেন তিনি।

জয় ছিনিয়ে আনতে আরেকটি গোলের জন্য দ্বিতীয়ার্ধে মরিয়া চেষ্টা করে জার্মানি। ৫৭ মিনিটে পপ একটা গোল পেয়েও গিয়েছিলেন প্রায়। তবে সহকারী ভিডিও রেফারি তাকে হতাশ করেন। এর কয়েক মিনিট পর গোলের কাছে প্রায় চলে এসেছিলেন পপ। এবারও সেই হেডে। কিন্তু, ক্রসবার তা বাতিল করে দেয়।

খেলা শেষ হওয়ার ১১ ও ১২ মিনিটে জার্মানি আবারও গোলের সুযোগ পেয়েছিল। তবে, সিডনি লোম্যানের দুটি শটই অনেক উঁচু দিয়ে দূর থেকে বেরিয়ে যায়।

বিশ্ব র‍্যাঙ্কিং-এ দ্বিতীয় স্থানে থাকা জার্মানি দল নারী বিশ্বকাপে নয়বার হাজির হয়েছে কিন্তু এই প্রথমবার গ্রুপ পর্যায়েই তাদের যবনিকা পতন হল।

দক্ষিণ কোরিয়া ১ পয়েন্ট নিয়ে তাদের যাত্রা শেষ করল। তবে, দুইবারের বিশ্বকাপ-জয়ী দলকে আটকে দিয়ে তারা খুশি হতেই পারে।

এই গ্রুপের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা জার্মানি ও দক্ষিণ কোরিয়া দল দেশে ফিরে যাবে।

মেলবোর্নে কলম্বিয়া এবার মুখোমুখি হবে জামাইকার সঙ্গে। এদিকে, ১৬ দলের খেলায় ফ্রান্সের মোকাবিলা করতে অ্যাডিলেডের পথ ধরবে মরক্কো।