প্রধানমন্ত্রীর নির্দেশে তারেক-জোবাইদার বিরুদ্ধে দুর্নীতির রায়—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। বুধবার, ২ অগাস্ট, ২০২৩।

বাংলাদেশের সরকার বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে নিম্ন আদালতের দেওয়া রায় প্রত্যাখ্যান করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২ অগাস্ট) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেছেন, “চলমান এক দফা আন্দোলনকে নস্যাৎ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই রায় দেওয়া হয়েছে। দেশের জনগণ বিচারের নামে বিদ্বেষমূলক প্রহসন প্রত্যাখ্যান করেছে। এই রায়ে সরকার প্রধানের প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটেছে”।

মির্জা ফখরুল বলেন, তাদের বর্তমান আন্দোলন যখন দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়েছে, তখন জনগণকে বিভ্রান্ত করার কৌশল হিসেবে এই রায় দেওয়া হয়েছে। “চলমান আন্দোলন নেতৃত্বহীন করতে আদালতের ঘাড়ে বন্দুক রেখে প্রতিশোধ নেওয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড দিয়ে বিএনপির চলমান আন্দোলন দমন করা যাবে না। আমরা এই রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই”।

মির্জা ফখরুল তাদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলায় সাজা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, “আদালতে প্রায় ৪৯ লাখ মামলা বিচারাধীন। অথচ এই মামলার কার্যক্রম দ্রুতগতিতে সম্পন্ন হয়েছে, যাতে বোঝা যায় শেখ হাসিনার নির্দেশেই এই রায় দেওয়া হয়েছে। এই রায় বিচার বিভাগের রাজনীতিকরণের আরেকটি উদাহরণ। এই নির্দেশিত রায় দেশের গণতন্ত্রকে বিলুপ্ত করার ক্রমাগত ষড়যন্ত্রের অংশ”।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৭ সালের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বুধবার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

একই সঙ্গে তারেককে ৩ কোটি টাকা ও জোবাইদাকে ৪৫ লাখ টাকা জরিমানা করেন আদালত।