দিয়ানির দুটি পেনাল্টিসহ হ্যাটট্রিকের সুবাদে বুধবার পানামাকে ৬-৩ গোলে হারিয়ে নারী বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ফ্রান্স।
খেলার দ্বিতীয় মিনিটে একটি গোল হজম করলেও ফ্রান্স পুরো খেলায় আধিপত্য বিস্তার করে খেলে। দলের পক্ষে মায়েল লাকরার, লিয়া লে গ্যারেক ও ভিকি বেচো গোল করেন। এ খেলায় ফ্রান্সের অধিনায়ক ওয়েনডি রেনার্ড ও দেশটির পক্ষে সর্বকালের সর্বাধিক গোলদাতা ইউজিনি লে সমার অংশ না নেওয়া সত্ত্বেও ফ্রান্স জয়ী হয়।
নারী বিশ্বকাপে পানামার পক্ষে প্রথম গোল করে মার্টা কক্স ইতিহাস গড়েন। খেলার ১ মিনিট ৭ সেকেন্ডের মাথায় ৩৫ গজ দূর থেকে ফ্রিকিকের মাধ্যমে নেওয়া মার্টার অসামান্য ঘুর্ণিশট গোলপোস্টে লক্ষ্যভেদ করে, যা একই সঙ্গে টুর্নামেন্টের সবচেয়ে দ্রুততম গোল। গোল দেওয়ার পর মার্টা কান্না ভেঙে পড়ার পর তার সতীর্থরা তাকে জড়িয়ে ধরেন।
মেলবোর্নে অন্য ম্যাচে ব্রাজিলের সাথে 0-0 গোলে ড্র করে জ্যামাইকা প্রথমবারের মত নক আউট রাউন্ডে উঠেছে। ১৯৯৫ সালের পর এই প্রথম ব্রাজিল প্রথম পর্বেই বাদ পড়ে গেল।