নিজার থেকে নিজ দেশের নাগরিক সরিয়ে নিচ্ছে ফ্রান্স ও ইতালি

নিজার থেকে পালিয়ে আসা ফরাসি নাগরিক এবং অন্যান্য ইউরোপীয় নাগরিক প্যারিসের নিকটবর্তী শার্ল দ্য গল বিমানবন্দরে পৌঁছেছেন। ( ২ আগস্ট, ২০২৩)

নিজারের সাম্প্রতিক অভ্যুত্থান নিয়ে ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটসের (ইকোওয়াস) সামরিক প্রধানরা নাইজেরিয়ার রাজধানী আবুজায় আলোচনা করার কথা। ওদিকে ইউরোপের দেশগুলো নিজার থেকে নিজেদের নাগরিক সরিয়ে নিচ্ছে।

ইকোওয়াস এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, চিফ অব ডিফেন্স স্টাফদের কমিটি শুক্রবার পর্যন্ত চলা তাদের বৈঠকে “নিজার প্রজাতন্ত্রের রাজনৈতিক পরিস্থিতি” নিয়ে আলোচনা করবে।

বুধবার ভোরে নিজার থেকে ফরাসী নাগরিকদের নিয়ে একটি বিমান প্যারিসে অবতরণের পরে ফ্রান্স এরকম আরও ফ্লাইট চালিয়ে যাওয়ার পরিকল্পনা করে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা জানিয়েছেন, বিমানটিতে ২৬২ জন আরোহী ছিলেন, যাদের অধিকাংশই ফরাসি নাগরিক। পররাষ্ট্র মন্ত্রক সাংবাদিকদের জানিয়েছে, যাত্রীদের মধ্যে নাইজেরিয়ান, পর্তুগিজ, বেলজিয়ান, ইথিওপিয়ান ও লেবাননী নাগরিক রয়েছেন।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ইতালির বিমান বাহিনীর একটি বিমানের ছবি শেয়ার করেছেন। তিনি বলছেন, ঐ বিমানে নিজার থেকে আসা ইতালীয়রা আছেন।

বিমানটিতে ৩৬ জন ইতালীয়, ২১ জন যুক্তরাষ্ট্রের নাগরিক, চারজন বুলগেরিয়ান, দুজন অস্ট্রেলিয়ান এবং ব্রিটেন, নিজার, হাঙ্গেরি, সেনেগাল ও নাইজেরিয়ার একজন করে নাগরিক ছিলেন।

স্পেনও জানিয়েছে, তারা তাদের নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য ফ্লাইটের পরিকল্পনা করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার নিজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ব্লিংকেন বাজুম ও নিজারের গণতন্ত্রের প্রতি “অকুণ্ঠ সমর্থন” ব্যক্ত করেছেন।

তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র নিজারে সাংবিধানিক আদেশ লংঘনের প্রচেষ্টা প্রত্যাখ্যান করে এবং গণতান্ত্রিক শাসন, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার সমর্থনে নিজারের জনগণ, পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক সম্প্রদায় (ইকোওয়াস), আফ্রিকান ইউনিয়ন এবং আন্তর্জাতিক অংশীদারদের পাশে রয়েছে।

আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপার্সন মুসা ফাকি মাহামতের সঙ্গে আরেকটি ফোনালাপে ব্লিংকেন ও মাহামত বাজুমের অবিলম্বে মুক্তির দাবি পুনর্ব্যক্ত করেন।

মার্গারেট বাশির জাতিসংঘ থেকে এই প্রতিবেদনটি করেছেন। ভিওএ'র ফ্রেঞ্চ টু আফ্রিকা সার্ভিসের আবদুরাহমানে দিয়া এই প্রতিবেদনে অবদান রেখেছেন। এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে এসেছে।