রাজপথের আন্দোলনে অনেকদূর এগিয়েছে বিএনপি: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সাধারণ নির্বাচনের দাবিতে ঢাকায় একটি সমাবেশে অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্মীরা। ২৮ জুলাই, ২০২৩।

যে কোনো মূল্যে শেখ হাসিনাকে হটাতে চায় বিএনপি:ওবায়দুল কাদের

বিএনপি যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা থেকে শেখ হাসিনাকে হটাতে চায় বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (৩১ জুলাই) বেলা ১১টায়, মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নির্বাচন সামনে রেখে ঢাকার প্রবেশ পথ অবরোধের কর্মসূচি দেয়ায়, বিএনপির ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রযোজ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “তাদের (বিএনপির) উদ্দেশ্য তারা একটি লাশ ফেলবে। পুলিশের ওপর হামলা করলে পুলিশ তো বাধা দেবেই। ঢাকা-চট্টগ্রাম রোডের রাস্তা বন্ধ করে দিলে, পুলিশ চোখ বন্ধ করে রাখবে? জনগণের জানমাল রক্ষা করার দায়িত্ব পুলিশের।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “তারা (বিএনপি) যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা থেকে শেখ হাসিনাকে হটাতে চায়। এটি তাদের টার্গেট। আমাদের তো সেই টার্গেট নেই। আমরা সরকারি দল। আমরা কোনো উত্তেজনায় যাবো না। আমরা নির্বাচন চাই। নির্বাচনে জনগণ চাইলে আমরা আবারো থাকব, না চাইলে থাকব না।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “সরকারের উদ্দেশ্য শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখা। নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা।”