দক্ষিণের বন্দর শহর সিডনের কাছে লেবাননের বৃহত্তম ফিলিস্তিনি শরণার্থী শিবিরে রবিবার সংঘর্ষে পাঁচজন নিহত এবং সাতজন আহত হয়েছে বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা, বার্তা সংস্থা এপি-কে বলেন, এক অজ্ঞাত বন্দুকধারী ইসলামপন্থী জঙ্গি মাহমুদ খলিলকে হত্যা করার চেষ্টা করার পর, ব্যর্থ হয়ে তার এক সঙ্গীকে হত্যা করলে, লড়াই শুরু হয়।
আরেক ফিলিস্তিনি কর্মকর্তা এপিকে জানিয়েছেন, পরে, ইসলামপন্থী জঙ্গিরা ফাতাহ গ্রুপের একজন ফিলিস্তিনি সামরিক জেনারেল এবং তার তিন দেহরক্ষীকে হত্যা করে।
লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।
সকালে কয়েক ঘন্টা ধরে সংঘর্ষ বন্ধ ছিল, যদিও রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, এখনও বিক্ষিপ্ত গোলাগুলি চলছে। কিন্তু ফিলিস্তিনি জেনারেল ও তার দেহরক্ষীদের হত্যার পর আবারও সংঘর্ষ শুরু হয়।
লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, একটি মর্টার শেল ক্যাম্পের বাইরে একটি সামরিক ব্যারাকে পড়ে। এতে একজন সৈনিক আহত হয়েছে, তবে তার অবস্থা স্থিতিশীল।
এইন এল-হিলওয়েহ তার অনাচারের জন্য বেশ কুখ্যাত এবং সহিংসতা সেখানে প্রায়ই ঘটে। জাতিসংঘ বলেছে, ওখানে প্রায় ৫৫,০০০ লোকের বসতি রয়েছে।
এটি ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ইসরাইলি বাহিনীর দ্বারা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।