ব্রিটিশ কলম্বিয়ার প্রধানমন্ত্রী শনিবার ঘোষণা করেছেন, চলতি বছর কানাডার বনাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সঙ্গে লড়াই করতে গিয়ে এক দমকলকর্মীর মৃত্যু হয়েছে।
বিধ্বংসী দাবানলে এই নিয়ে তৃতীয় একজন অগ্নিনির্বাপক কর্মীর মৃত্যু হলো।
প্রধানমন্ত্রী ডেভিড এবি এক বিবৃতিতে বলেন, “আমরা আরও একজন দাবানল যোদ্ধাকে হারিয়েছি জেনে আমি মর্মাহত। সম্মুখসমরের এই যোদ্ধার পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি আমার সমবেদনা।“
এবি চুক্তিভিত্তিক অগ্নিনির্বাপকের পরিচয় প্রকাশ না করলেও কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলে ফোর্ট সেন্ট জন-এর কাছে ডনি ক্রিক দাবানলে নিহত হয়েছেন।
চলতি মাসে পৃথক অভিযানে আরও দু'জন দমকলকর্মী নিহত হন। ১৯ জুলাই পশ্চিম কানাডার আলবার্টায় ত্রাণ অভিযানে অংশ নিতে গিয়ে চতুর্থ ব্যক্তি, একজন হেলিকপ্টারের পাইলট নিহত হয়েছেন।
কানাডার দাবানলে এ বছর প্রায় এক কোটি ২০ লাখ হেক্টর এলাকা পুড়ে গেছে, যা কিউবা বা দক্ষিণ কোরিয়ার আয়তনের চেয়েও বড়।
ব্রিটিশ কলম্বিয়ায় বর্তমানে ৩৬৮টি সক্রিয় দাবানল রয়েছে। সব মিলিয়ে কানাডায় ৯৯০টিরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে, যার মধ্যে ৬১৩টি নিয়ন্ত্রণের বাইরে বলে বিবেচিত হচ্ছে।
কানাডার ভৌগলিক অবস্থান বলছে, এটি গ্রহের বাকি অংশের তুলনায় দ্রুত উষ্ণ হচ্ছে। সাম্প্রতিক বছরগুলিতে এটি চরমতম আবহাওয়ার ঘটনার মুখোমুখি হয়েছে, যা জলবায়ু পরিবর্তনের কারণে আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে।