থাইল্যান্ডের গুদামে আতশবাজি বিস্ফোরণে নিহত ১২

দক্ষিণ থাইল্যান্ডের নারাথিওয়াত প্রদেশে গুদামে আতশবাজির বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি দেখা গেছে। (২৯ জুলাই, ২০২৩)

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি গুদামে রাখা আতশবাজি বিস্ফোরণে ১২ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

নারাথিওয়াতের গভর্নর সানান ফনগাকসোর্ন জানিয়েছেন, মালয়েশিয়া সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় নারাথিওয়াত প্রদেশের সু-নগাই কোলক জেলার মুনো মার্কেটের অননুমোদিত গুদামে শনিবার আতশবাজির এই আগুন লাগে।

সানন বলেন, “১০ জনের মৃত্যুসহ অজ্ঞাত পরিচয় আরও দুই ব্যক্তির দেহাবশেষ ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।“

বিস্ফোরণে গুদামের আশেপাশের ২০০ টিরও বেশি বাড়ি এবং প্রায় ৩৬৫ জন লোক ক্ষতিগ্রস্থ হয়। সানান জানান, বেশ কয়েকটি পরিবার তাদের আত্মীয়দের বাড়িতে চলে যাওয়ার পর, প্রায় ১৯ জন এখনও একটি আশ্রয়কেন্দ্রে রয়েছেন।

তিনি আরও জানান, ১২১ জন আহত হয়েছেন, দু'জনের অবস্থা গুরুতর। ১ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ ঘটনার কারণ অনুসন্ধান করছে। প্রাথমিক প্রতিবেদনে গুদামে ওয়েল্ডিং ত্রুটির ইঙ্গিত পাওয়া গেছে।