বাংলাদেশে আশুরা পালন

Your browser doesn’t support HTML5

বাংলাদেশের শিয়া মুসলমানরা শনিবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র আশুরা পালন করছে। ৬১ হিজরি সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন তাঁর পরিবারের সদস্য ও ৭২ জন অনুসারীসহ ইরাকের কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শাহাদাত বরণ করেন। . বাংলাদেশের শিয়া সম্প্রদায়ের সদস্যরা দিবসটি উপলক্ষে বেশ কয়েকটি কর্মসূচী পালন করছে, যার মধ্যে পুরান ঢাকার ইমামবাড়া হোসেনী দালান থেকে রাজধানীতে একটি ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল শুরু অন্যতম।মিছিলটি হোসেনি দালান থেকে শুরু হয়ে চকবাজার, লালবাগ, আজিমপুর-নিউমার্কেট হয়ে জিগাতলায় গিয়ে শেষ হয়। শিয়া মুসলমানরা তাজিয়া মিছিলে কালো কাপড় পরে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে মাতম করে মিছিল করে।