স্বরাষ্ট্র মন্ত্রকের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আশুরার পবিত্র দিবসের একদিন আগে বৃহস্পতিবার দামেস্কের শহরতলীতে একটি শিয়া মুসলিম মাজারের কাছে একটি ট্যাক্সিতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে।
রাষ্ট্রচালিত আল-ইখবারিয়া টিভি এবং রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-গাবাশও জানিয়েছেন যে, সাইদা জেইনাব পাড়ায় বিস্ফোরণে আহত ২৬ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি বলেন, আরও ২০ জনকে ঘটনাস্থলে চিকিৎসা দেয়া হয়েছে বা ছেড়ে দেয়া হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, লোকজন সাহায্যের জন্য ডাকার সময় রক্ত এবং ধুলোমাখা দুজন ব্যক্তিকে দুর্ঘটনাস্থল থেকে নিয়ে যাচ্ছে। আশেপাশের দোকানগুলোর কাঁচ ভেঙে গেছে। একটিতে আগুন ধরে গেছে।
আশুরা হলো মহররম মাসের ১০ম দিন, যা শিয়া মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র মাসগুলোর মধ্যে একটি। এই দিনে ৭ম শতাব্দীতে বর্তমান ইরাকের কারবালার যুদ্ধে নবী মুহাম্মদ (সঃ) নাতি ইমাম হুসাইন এবং তার ৭২ জন সঙ্গী শহীদ হয়েছিলেন। আশুরার শোক মিছিল শীর্ষে অবস্থান করে।
আশুরার আগের দিনগুলোতে সাইয়েদা জেইনাব পাড়ায় এটি দ্বিতীয় বিস্ফোরণ। মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, বিস্ফোরক দিয়ে তৈরি একটি মোটরসাইকেল বিস্ফোরণে দুজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।