যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রক বৃহস্পতিবার “অপহরণ, অপরাধ, নাগরিক অস্থিরতা এবং দুর্বল স্বাস্থ্যসেবা অবকাঠামোর” কথা উল্লেখ করে জরুরি নয় এমন সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের যত দ্রুত সম্ভব হাইতি ছাড়ার নির্দেশ দিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রক বলেছে, সরকারের হয়ে কাজ না করা যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও যত দ্রুত সম্ভব 'বাণিজ্যিক বা অন্যান্য ব্যক্তিগতভাবে উপলব্ধ পরিবহন বিকল্পের মাধ্যমে' হাইতি ত্যাগ করা উচিত।
পররাষ্ট্র মন্ত্রকের ভ্রমণ বিষয়ক একটি উপদেশনামায় বলা হয়েছে, “ব্যাপকভাবে অপহরণের যারা নিয়মিত শিকার হচ্ছেন তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকরাও থাকছেন। অপহরণকারীরা অত্যাধুনিক পরিকল্পনা ব্যবহার করতে পারে বা অপরিকল্পিত অবস্থার সুযোগ নিতে পারে এবং এমনকি গাড়িবহরের উপরও হামলা চালানো হয়েছে”।
হাইতি সহিংসতা ও বিশৃঙ্খলা রোধে লড়ে যাচ্ছে কারণ দুষ্কৃতিচক্রগুলোর কাছে ভারী অস্ত্রশস্ত্র থাকায় একটি মানবিক সংকট সৃষ্টি হয়েছে যার ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এরা মুক্তিপণের জন্য ঘন ঘন অপহরণ, গণধর্ষণ, নির্যাতন এবং হত্যা করে থাকে।
২০২১ সালের ৭ জুলাই প্রেসিডেন্ট জোভেনেল মোইস নিহত হওয়ার পর থেকে এই ক্যারিবিয়ান দেশটি নতুন কোনো নেতা নির্বাচন করেনি।