ইসরাইলের বিচারিক ব্যবস্থায় পরিবর্তনের বিরুদ্ধে আরও প্রতিবাদ: শান্ত থাকার জন্য প্রেসিডেন্টের আহ্বান

ইসরাইলের প্রতিবাদ: প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনিয়াহুর সরকারের বিচারিক ব্যবস্থা পরিবর্তনের বিরুদ্ধে । তেল আবিব, ইসরাইল । জুলাই ২৭,২০২৩।

বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ সম্পর্কে উভয় পক্ষের মতবিরোধ সত্ত্বেও সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ইসরাইলের প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ইহুদিদের উপোষের দিন উপলক্ষ্যে শান্ত থাকার আহ্বান জানান। প্রতিবাদকারীরা আরো বিক্ষোভের সংকল্প নিয়েছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনইয়াহু এবং তার উগ্র ডানপন্থি সরকার কয়েক মাস ধরে নজিরবিহীন প্রতিবাদের জন্ম দিয়েছে , ইসরাইলি সমাজে গভীর বিভাজন সৃষ্টি করেছে এবং কোন কোন অনুগত রিজার্ভ সেনাকে একটা টান টান অবস্থার মধ্যে রয়ে গেছে।

সংসদ এই পরিবর্তনের প্রথম কিছু বিষয় অনুমোদন করার পর, প্রতিবাদের এই সপ্তম মাসে সংকট আরো বেড়ে যায়। এই পরিবর্তনে সরকারি কর্মকান্ড বাতিল করার সুপ্রিম কোর্টের ক্ষমতাকে ছেঁটে দেওয়া হয় এবং এর ফলে ইসরাইলের ৭৫ বছরের পুরোনো গণতন্ত্রের সংহতি নিয়ে আশংকা দেখা দিয়েছে।

জেরুজালেমে ইহুদিদের দু’টি প্রাচীন উপসনালয় ধ্বংস করার শোক দিবসে উপোস থাকা হয় এবং সেই উপলক্ষ্যে বিচারিক রদবদলের পক্ষের ও বিপক্ষের বিক্ষোভ স্থগিত করা হয়।

প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ ফেইসবুকে বলেন, “ কষ্ট যখন অনেক তখনও আমাদেরকে বিবাদের সীমারেখা টানতে হবে এবং সহিংসতা এবং একমুখি পদক্ষেপ থেকে নিজেদের বিরত রাখতে হবে”।

রাজনৈতিক নজরদারি গোষ্ঠীগুলো নেতিনিয়াহুর ধর্মীয় জাতীয়তাবাদী জোটের তৈরি নতুন আইন বাতিল করতে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছে। আইনি লড়াই শুরু হবে আগামি বৃহস্পতিবার থেকে যখন শীর্ষ আদালত , মার্চে অনুমোদিত জোটের প্রস্তাব পর্যালোচনা করবে । ঐ প্রস্তবিত আইন প্রধানমন্ত্রীকে অপসারণের শর্তগুলো সীমিত করেছে।