বিরোধী জোটের 'ইন্ডিয়া' নামকে জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা প্রধানমন্ত্রীর, পাল্টা জবাব রাহুল গান্ধীর

বিরোধী জোটের 'ইন্ডিয়া' নামকে জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা প্রধানমন্ত্রীর, পাল্টা জবাব রাহুল গান্ধীর

ভারতের সংসদে এনডিএ-র সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’-কে তীব্র কটাক্ষ করে তার নামকে জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন-এর সঙ্গে তুলনা করেছেন।

প্রধানমন্ত্রীর এই মন্তব্য নিয়ে কংগ্রেস ও তৃণমূল সাংসদরা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তারপরেই এর উত্তর দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

রাহুল গান্ধীর কথায়, “আপনি যে নামেই আমাদের ডাকুন মিস্টার মোদী, আমরাই ইন্ডিয়া।” রাহুলের কথায়, “আমরাই মণিপুরের পাশে থেকে প্রতিটি মহিলা ও শিশুর চোখের জল মোছার চেষ্টা করব। আমরাই সবার জন্য ভালবাসা ও শান্তির পরিবেশ ফিরিয়ে আনব। মণিপুরে ভারতের ধারণাকে ফিরিয়ে আনব আমরাই।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের পর্যবেক্ষণ, বিজেপি-বিরোধীতায় বিরোধী জোট ক্রমেই আরও বেশি জোটবদ্ধ হয়ে উঠছে। দেখা যাচ্ছে, একের সমস্যা নিয়ে অন্য ঝাঁপিয়ে পড়ছে। কংগ্রেসের বক্তব্য ট্যুইট করছে তৃণমূল। তৃণমূলের কথা ছড়িয়ে দিচ্ছে কংগ্রেস। বামেরা আপাতভাবে তৃণমূলের সংস্পর্শে না থাকলেও মোদী বিরোধিতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সিপিআইএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির কথার সুরে ফারাক থাকছে না।

পর্যবেক্ষকদের অনেকের মতে, এহেন পরিস্থিতিতে শাসক জোটকে ভোকাল টনিক দিতেই এদিন বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী। কারণ, শুধু বিরোধীরা নয়, মণিপুরের পরিস্থিতি নিয়ে গোটা দেশের মানুষ অসন্তুষ্ট। ক্রমশ প্রতিষ্ঠান বিরোধিতা তীব্র হচ্ছে সরকারের বিরুদ্ধে। তাই বিরোধী জোটকে মোকাবিলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী।